Advertisement

Hooghly Job News: হুগলি জেলায় স্বাস্থ্য দফতরের চাকরি! বিপুল শূন্যপদে আবেদন করুন

হুগলি জেলায় স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ। বিভিন্ন প্রকল্পে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।

হুগলি জেলায় স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ।হুগলি জেলায় স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Nov 2025,
  • अपडेटेड 12:28 PM IST
  • হুগলি জেলায় স্বাস্থ্য ক্ষেত্রে নিয়োগ।
  • বিভিন্ন প্রকল্পে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।
  • নোটিফিকেশন অনুযায়ী, ১২ নভেম্বর থেকে অনলাইন মাধ্যমে আবেদন গ্রহণ শুরু।

হুগলি জেলায় স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। জাতীয় স্বাস্থ্য মিশন (NHM), জাতীয় আরবান হেলথ মিশন (NUHM) এবং আয়ুষ মিশনের আওতায় এই নিয়োগপ্রক্রিয়া চলবে। হুগলির একাধিক স্বাস্থ্যকেন্দ্রে শূন্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ১২ নভেম্বর থেকে। নির্দিষ্ট সময়ের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা দিতে হবে যোগ্য প্রার্থীদের।

মোট শূন্যপদের সংখ্যা ৫৯৫। বিভিন্ন পদের মধ্যে রয়েছে— সাইকোলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান, কাউন্সেলর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, পিয়ার সাপোর্ট ওয়ার্কার, ব্লক এপিডেমোলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ডেটা ম্যানেজার, ভিবিডি টেকনিক্যাল সুপারভাইজ়র, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজ়র সহ আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ।

বয়সসীমা প্রতিটি পদের জন্য আলাদা করে নির্ধারিত। সাধারণভাবে অধিকাংশ পদের সর্বোচ্চ বয়স ৪০ বছর। তবে কিছু ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৫০, ৬০ বা ৬৭ বছর পর্যন্ত নির্ধারিত হয়েছে। সংরক্ষিত বিভাগের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন কাঠামোও পদের ভিত্তিতে নির্ধারিত। কিছু পদের ক্ষেত্রে মাসিক বেতন ৭০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। চিকিৎসক পদে বেতন তুলনামূলক বেশি। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিবেচনা করে নেওয়া হবে লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার।

আবেদন করতে হলে প্রার্থীদের সরকার নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং নির্দিষ্ট আবেদন ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা, আর সংরক্ষিত শ্রেণির জন্য ৫০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। 

Read more!
Advertisement
Advertisement