
Hooghly Karmabandhu Recruitment 2026: হুগলি সদর মহকুমায় কর্মবন্ধু স্কিমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এই নিয়োগ। সম্পূর্ণ চুক্তিভিত্তিক। নির্দিষ্ট মেয়াদের জন্য কাজের সুযোগ মিলবে। জেলা বিচারকের দফতর সূত্রে জানানো হয়েছে, হুগলি সদর সাব-ডিভিশনের জন্য মোট দু’টি কর্মবন্ধু, অর্থাৎ পার্ট টাইম সুইপার পদে নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের জন্য চুক্তি থাকবে। কাজের প্রয়োজন এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে মেয়াদ বাড়ানো বা পরিবর্তন করা হতে পারে। অফিসিয়াল নোটিফিকেশনের LINK: https://hooghly.nic.in/notice_category/recruitment/
কোনও লিখিত পরীক্ষার ব্যাপার নেই। সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। জেলা আদালত সূত্রে জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইন্টারভিউ শুরু হবে সকাল ১১টা থেকে। তবে চাকরিপ্রার্থীদের সকাল ১০টার মধ্যে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্দিষ্ট সময়ে রিপোর্ট না করলে ইন্টারভিউয়ে অংশ নেওয়ার সুযোগ নাও মিলতে পারে। ইন্টারভিউয়ের স্থান হিসেবে নির্ধারিত হয়েছে হুগলি জেলা বিচারকের আদালত চত্বরের ইংরেজি বিভাগ, অর্থাৎ English Department।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কর্মবন্ধু পদে মোট শূন্যপদ রয়েছে দু’টি। নির্বাচিত প্রার্থীদের মাসিক পারিশ্রমিক হিসেবে দেওয়া হবে ৫,০০০ টাকা। এটি একটি কনসোলিডেটেড রেমুনারেশন। অর্থাৎ এই টাকার বাইরে কোনও ভাতা বা অতিরিক্ত সুবিধার উল্লেখ নেই। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, এই নিয়োগের সঙ্গে স্থায়ী চাকরির কোনও দাবি বা ভবিষ্যৎ নিশ্চয়তা যুক্ত নয়।
বয়সসীমার ক্ষেত্রেও নির্দিষ্ট শর্ত রয়েছে। আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বাধিক ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স গণনার ক্ষেত্রে কোন তারিখ ধরা হবে, তা বিজ্ঞপ্তিতেই উল্লেখ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এর বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলে তা কোনও সমস্যা নয়। তবে ন্যূনতম যোগ্যতা পূরণ না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
ওয়াক-ইন-ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে নিয়ে যেতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণ, বৈধ পরিচয়পত্রের অরিজিনাল কপি এবং তার সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। নির্দিষ্ট ফর্ম্যাটে আবেদনপত্র পূরণ করে ইন্টারভিউয়ের দিন জমা দিতে হবে। জেলা আদালত সূত্রে জানানো হয়েছে, নথি যাচাইয়ের সময় বা ইন্টারভিউ চলাকালীন কোনও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে না পারলে আবেদন বাতিল বলে গণ্য হবে।
এই নিয়োগ সংক্রান্ত সমস্ত নিয়ম, শর্ত এবং আবেদনপত্রের ফর্ম্যাট জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত সরকারি নিয়ম মেনেই সম্পন্ন করা হবে।