রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কে (IPPB) চাকরির সুযোগ। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের অধীনস্থ এই ব্যাঙ্কে নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। এবার গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ হবে। মোট ৩৪৮টি শূন্যপদে নিয়োগ হবে দেশজুড়ে। আইপিপিবি দেশের সবচেয়ে বড় পোস্টাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে গ্রামীণ এলাকায় ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দিতে কাজ করছে। প্রায় ১.৬৫ লক্ষ পোস্ট অফিস এবং ৩ লক্ষ ডাক কর্মী এই পরিষেবার অংশ। এবার এই নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে নতুন নিয়োগ শুরু হয়েছে।
এই পদে নিযুক্তদের এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে হবে। তাঁদের দায়িত্ব থাকবে গ্রাহকের কাছে ব্যাঙ্ক পরিষেবা পৌঁছে দেওয়া, নতুন গ্রাহক তৈরি করা, এবং বিক্রয় সংক্রান্ত কাজ করা। পোস্ট অফিস ও ব্যাঙ্কের মধ্যে যে বিজনেস করেসপন্ডেন্ট ব্যবস্থা রয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন এই কর্মীরা।
চাকরির মেয়াদ প্রথমে এক বছরের জন্য নির্ধারিত থাকবে। পরে প্রয়োজন অনুযায়ী আরও দুই বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। মাসিক পারিশ্রমিক হিসাবে নির্বাচিত প্রার্থীরা পাবেন ৩০ হাজার টাকা।
যোগ্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। আবেদনকারীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে এর পাশাপাশি থাকতে হবে গ্রামীণ ডাক সেবক পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা।
প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে স্নাতক স্তরের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। প্রয়োজনে লিখিত পরীক্ষাও নেওয়া হতে পারে। যারা এই পদে আগ্রহী, তাঁদের আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ৯ অক্টোবর থেকে। শেষ তারিখ ২৯ অক্টোবর। আগ্রহীরা আবেদন করতে পারবেন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে: www.ippbonline.com।
আইপিপিবি জানিয়েছে, অফলাইন বা অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন করার আগে প্রার্থীদের সব যোগ্যতা ও নিয়ম ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে দেশের প্রত্যন্ত গ্রামে পৌঁছবে ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা। গ্রাহকদের বাড়ির দরজায় মিলবে ব্যাঙ্কিং সুবিধা। তাই যাঁরা ইতিমধ্যেই গ্রামীণ ডাক সেবক হিসেবে কাজ করছেন, তাঁদের জন্য এটি বড় সুযোগ। এই নিয়োগ শুধু কর্মসংস্থান নয়, দেশের আর্থিক অন্তর্ভুক্তির স্বপ্ন পূরণের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।