
দেশের বিপুল সংখ্যক যুবকদের জন্য দারুণ সুখবর। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন উইন্ডো খুলে দিল ইন্ডিয়ান আর্মি। তরুণদের নতুন প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং দেশের প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে কাজ করার সুযোগ দেওয়াই এই ইন্টার্নশিপ প্রোগ্রামের লক্ষ্য।
এই বিশেষ ইন্টার্নশিপে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা ২১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই উদ্যোগের পোশাকি নাম দেওয়া হয়েছে'BEYOND SILOS,BEYOND LIMITS' যার অর্থ সীমার বাইরে শেখা।
কী কী শিক্ষাগত যোগ্যতা দরকার?
ভারতীয় সেনাবাহিনীতে ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে BE/BTech, M.Tech বা PHD ডিগ্রি থাকতে হবে।
ইন্টার্নশিপ কত দিন চলবে?
এই ইন্টার্নশিপটি ৭৫ দিন ধরে হবে। ১২ জানুয়ারি ২০২৬ থেকে শুরু করে ২৭ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে এই ইন্টার্নশিপ। নয়াদিল্লি অথবা বেঙ্গালুরু এই দুটি জায়গার কোনও একটি বা দুটিতেই হতে পারে এই ইন্টার্নশিপ। এই প্রোগ্রামের উদ্দেশ্য হল তরুণদের প্রযুক্তি এবং প্রতিরক্ষা উদ্ভাবনী ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। যাতে তারা AI, নতুন প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা সহ অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে কাজ করতে দক্ষ হয়।
কত টাকা পাওয়া যাবে?
এই ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতিদিন ১০০০ টাকা করে দেওয়া হবে।
ইন্টার্নশিপের সুবিধা
ইন্টার্নশিপে অংশগ্রহণকারী প্রার্থীরা দারুণ ভাবে উপকৃত হবেন। উচ্চ-স্তরের সফ্টওয়্যার এবং এআই মডেল তৈরির সুযোগ, সেই সঙ্গে প্রতিরক্ষা খাতে কাজ করার এবং শেখার সুযোগও পাবেন নির্বাচিত পড়ুয়ারা।
এই বিশেষ প্রোগ্রামের জন্য আবেদন করতে হলে ছবিতে দেওয়া QR কোডটি স্ক্যান করে অথবা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর সেখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে সেটি আপলোড করে দিতে হবে এবং সবশেষে ফর্ম সাবমিট করতে হবে।