Advertisement

Madhyamik Exam 2022 : কাল থেকে রাজ্যের এই জেলাগুলিতে অনেকক্ষণ বন্ধ থাকবে ইন্টারনেট, কেন জানেন?

Madhyamik Exam 2022 : এইবছর ৭ থেকে ১৬ মার্চ পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। মোট ৪,১৯৪টি কেন্দ্রে হতে চলেছে পরীক্ষা। ৭ তারিখ প্রথম ভাষার পরীক্ষা। ১৬ তারিখ ঐচ্ছিক বিষয়ের মধ্যে দিয়ে শেষ হবে এই বছরের মাধ্যমিক। মাধ্যমিক বোর্ডের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানান, এই বছর ১১,২৬,৮৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এবারেই পরীক্ষা দিচ্ছে। গতবছরের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ হাজার বেশি। পরীক্ষা চলাকালীন মেনে চলতে হবে কোভিড বিধি। পরীক্ষার হলে মাস্ক পরা বাধ্যতামূলক। 

প্রতীকী ছবি
অনুপম মিশ্র
  • কলকাতা,
  • 06 Mar 2022,
  • अपडेटेड 7:19 PM IST
  • আগামিকাল শুরু মাধ্যমিক
  • প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ
  • কয়েকটি জেলায় বন্ধ থাকবে ইন্টারনেট

আগামিকাল সোমবার রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গোটা পরীক্ষা পর্ব নির্বিঘ্নে সারতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্যদ। প্রশ্নপত্র ফাঁস আটকাতে বেশকিছু পদক্ষেপও করা হচ্ছে বোর্ডের তরফে। সেক্ষেত্রে কয়েকটি জেলায় ইন্টারনেট বন্ধ রাখা হতে পারে বলেও সূত্র মারফৎ খবর পাওয়া যাচ্ছে। 

এইবছর ৭ থেকে ১৬ মার্চ পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। মোট ৪,১৯৪টি কেন্দ্রে হতে চলেছে পরীক্ষা। ৭ তারিখ প্রথম ভাষার পরীক্ষা। ১৬ তারিখ ঐচ্ছিক বিষয়ের মধ্যে দিয়ে শেষ হবে এই বছরের মাধ্যমিক। মাধ্যমিক বোর্ডের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলনে জানান, এই বছর ১১,২৬,৮৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। সবচেয়ে বেশি ছাত্রছাত্রী এবারেই পরীক্ষা দিচ্ছে। গতবছরের তুলনায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৫০ হাজার বেশি। পরীক্ষা চলাকালীন মেনে চলতে হবে কোভিড বিধি। পরীক্ষার হলে মাস্ক পরা বাধ্যতামূলক। 

এই বছর নয়া এক নিয়ম জারি করেছে বোর্ড। সেই অনুযায়ী পরীক্ষা শুরুর প্রথম সওয়া এক ঘণ্টা পর্যন্ত শৌচালয়ে যেতে পারবে না কোনও পরীক্ষার্থী। এক্ষেত্রে বোর্ড মনে করছে, মূলত শৌচালয়ে যাওয়ার সময়ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাঁস হয় প্রশ্নপত্র। তবে বোর্ডের এই নিয়মের বিরোধিতা করছেন অভিভাবকদের একাংশ। 

এর আগে পরীক্ষা শুরুর ৪৫ মিনিট পর শৌচালয়ে যেত পারত পরীক্ষার্থীরা। তবে সেই নিয়মে খুব বেশি কড়াকড়ি ছিল না। তবে এবার এই বিষয়ে বোর্ডের মনোভাব কড়া। তাছাড়া সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারী চালানো হবে পরীক্ষা কেন্দ্রগুলিতে। 

পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুসারে, প্রশ্ন ফাঁস রুখতে কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বোর্ড। সূত্রের খবর মালদা, মুর্শিদাবাদ ও দিনাজপুরের মতো জেলাগুলিতে বন্ধ রাখা হতে পারে ইন্টারনেট পরিষেবা। 

আরও পড়ুনদ্বাদশ শ্রেণিতে মাত্র ২৪ নম্বর পেয়েও UPSC-তে উত্তীর্ণ, IAS অফিসারের ট্যুইট VIRAL 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement