Advertisement

Interview Questions: কোন প্রাণী খিদে পেলে পাথর খেয়ে নেয়? রইল উত্তর

Interview Questions: সরকারি নিয়োগের সাক্ষাৎকারে জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞানের ইন্টারভিডউ রাউন্ডও উত্তীর্ণ হতে হয়। এমন জটিল প্রশ্ন প্রায়ই ইন্টারভিউতে করা হয়, যার উত্তর দিতে সমস্যা হয়। এমনই কিছু প্রশ্নের উত্তর জানা যাক।

জেনে নিন উত্তরজেনে নিন উত্তর
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 12 Apr 2022,
  • अपडेटेड 10:09 AM IST
  • কোন প্রার্থী খিদে পেলে পাথর খেয়ে নেয়?
  • বিভিন্ন পরীক্ষার সাধারণ জ্ঞানের প্রশ্ন
  • জানুন বিস্তারিত তথ্য

Interview Questions: সরকারি চাকরি পেতে আগ্রহী প্রার্থীদের জন্য ইন্টারভিউ রাউন্ড ক্লিয়ার করা সবচেয়ে কঠিন কাজ। কারণ সরকারি নিয়োগের সাক্ষাৎকারে জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞানের ইন্টারভিডউ রাউন্ডও উত্তীর্ণ হতে হয়। এমন জটিল প্রশ্ন প্রায়ই ইন্টারভিউতে করা হয়, যার উত্তর দিতে সমস্যা হয়। এমনই কিছু প্রশ্নের উত্তর জানা যাক।

প্রশ্ন: শিলনোড়াকে ইংরেজিতে কী বলা হয়?
উত্তর: শিলনোড়াকে ইংরেজিতে গ্রাইন্ডিং স্টোন বলে।

প্রশ্ন: কোন ফুলের ওজন ১০ কেজি পর্যন্ত হয়?
উত্তর: মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় পাওয়া যায়, রাফলেসিয়া ফুল একটি বিস্ময়কর পরজীবী উদ্ভিদ, যার ফুলের ব্যাস প্রায় ১৪ মিটার, বিশ্বের সমস্ত গাছের ফুলের চেয়ে বড় এবং ১০ কেজি পর্যন্ত ওজন হতে পারে।

আরও পড়ুন

প্রশ্নঃ কোন ফল পাকতে ২ বছর সময় লাগে?
উত্তরঃ আনারস

প্রশ্নঃ কোন প্রাণীর হৃৎপিণ্ড গাড়ির মত বড়?
উত্তরঃ তিমি

প্রশ্নঃ কোন প্রাণী ক্ষুধার্ত অবস্থায় ছোট ছোট পাথর খেতে পারে?
উত্তরঃ উটপাখি

প্রশ্ন- এমন কি জিনিস যা জ্বলে না এবং ডুবেও যায় না?
উত্তরঃ তুষার

প্রশ্ন- কোন প্রাণীর মাথায় তার হৃদয় আছে?
উত্তর- সামুদ্রিক কাঁকড়া

Read more!
Advertisement
Advertisement