Advertisement

Interview Questions : কোন কাজ পুরুষরা একবারই করেন, কিন্তু মহিলারা বারবার? জানুন উত্তর

বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন।

ছবিটি প্রতীকী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Apr 2022,
  • अपडेटेड 9:07 PM IST
  • ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত বিষয় ভিত্তিক প্রস্তুতি নিয়ে যান
  • তবে সাধারণ জ্ঞানের প্রশ্নও করা হয় তাঁদের
  • রই তেমনই কিছু প্রশ্নের নমুনা

IAS, UPSC, SSC মতো বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর উত্তর দেওয়া হল।

প্রশ্ন : ইন্টারনেটের মালিক কে?
উত্তর : ইন্টারনেটের মালিক তিনিই, যিনি নিজের বাড়িতে ইনস্টল করেন।

প্রশ্ন : আপনি কোনও দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। এবং যিনি দ্বিতীয় স্থানে ছিলেন, তাঁকে ছাড়িয়ে গিয়েছেন। তাহলে আপনি এখন কোথায় থাকবেন? 
উত্তর : দ্বিতীয় স্থানে।

প্রশ্ন: কোন কাজ পুরুষরা একবারই করেন, কিন্তু মহিলারা বারবার? 
উত্তর : সিঁদুর পরা

প্রশ্ন : ভারতের কোন শহরের আকৃতি মাছের মতো? 
উত্তর: রাজস্থানের জালোর শহরের। 

আরও পড়ুন : প্রচুর ছাড়ে কিনুন OnePlus থেকে Xiaomi-র ফোন, এখনই অর্ডার না করলেই মিস

প্রশ্ন : ফাঁসির পর অপরাধীর দেহের কী হয়? 
উত্তর: চিকিৎসকরা মৃতদেহ পরীক্ষা করেন। মেডিক্যাল টিম মৃত ঘোষণা করার পর দেহের ময়নাতদন্ত করে স্বজনদের কাছে তা হস্তান্তরিত করেন। 

প্রশ্ন : ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? 
উত্তর : মৌলানা আবুল কালাম আজাদ।

প্রশ্ন: কোন পাখি দ্রুত উড়তে পারে কিন্তু পায়ে হাঁটতে পারে না? উত্তর : বাদুড় 

প্রশ্ন : মাথা কেটে যাওয়ার পরও করার পরও কোন প্রাণী বেঁচে থাকতে পারে? 
উত্তর: আরশোলা 

Advertisement

প্রশ্ন : কোন জিনিস যা জ্বলে না এবং ডোবেও না? 
উত্তর : বরফ 

প্রশ্ন : কোন প্রাণীর হৃদপিন্ড তার মাথায় থাকে? 
উত্তর: সামুদ্রিক কাঁকড়া

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement