Advertisement

Interview Questions: খাওয়ার জন্য কেনা হয়, তবে খাওয়া যায় না, কী বলুন তো?

বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Mar 2022,
  • अपडेटेड 12:53 PM IST
  • বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়
  • ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান
  • তবে সবসময় যে তাঁদের বিষয়ভিত্তিক প্রশান করা হয় তা নয়

বিভিন্ন চাকরির ইন্টারভিউতে পরীক্ষার্থীদের GK বা সাধারণ জ্ঞানের প্রশ্ন করা হয়। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পরীক্ষার্থীরা মূলত অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ও বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে যান। তবে সবসময় যে এই সমস্ত বিষয়ের উপরই তাঁদের প্রশ্ন করা হয়, তা নয়। ইন্টারভিউ যাঁরা নেন, তাঁরা আশপাশের জিনিস বা ঘটনা সম্পর্কেও প্রশ্ন করে থাকেন। যে প্রশ্নগুলো বেশ অদ্ভূত। কিন্তু একটু ভেবে উত্তর দিলে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব। এখানে এমনই কিছু প্রশ্ন ও তার উত্তর উত্তর দেওয়া হল।

প্রশ্ন : বাইরে ফ্রি-তে পাওয়া যায় কিন্তু হাসপাতালে টাকা দিয়ে কিনতে হয়?
উত্তর :  অক্সিজেন 

প্রশ্ন : প্রশ্নঃ কোনটি ইংরেজি শব্দ যা সবসময় WRONG পড়া হয়?
উত্তর : WRONG 

আরও পড়ুন

প্রশ্ন : মাথা কেটে ফেললেও অনেক দিন বাঁচতে পারে কোন প্রাণী?
উত্তর : আরশোলা 

প্রশ্ন : একজন মানুষ কি ৮ দিন না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে?
উত্তর :  হ্যাঁ। রাতে ঘুমোলেই বেঁচে থাকা যাবে। 

প্রশ্ন : খাওয়ার জন্য কেনা হয়, তবে খাওয়া যায় না, কী বলুন তো?
উত্তর : প্লেট 

প্রশ্ন : অর্ধেক আপেল দেখতে কেমন?
উত্তর : অর্ধেক আপেল দেখতে অর্ধেক আপেলের মতো।

প্রশ্ন :একজন খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাকে তিনটি ঘর দেখানো হয়েছে। প্রথম ঘরে আগুন, দ্বিতীয় ঘরে খুনিরা আর তৃতীয় ঘরে বাঘ রয়েছে। বাঘেলা তিনবছর ধরে অভুক্ত। খুনিকে কোন ঘরে যেতে হবে? 

Advertisement

উত্তর : তিন নম্বর ঘরে। কারণ, ৩ বছর না খেতে পেয়ে সিংহগুলো মারা গেছে। 
 

 

Read more!
Advertisement
Advertisement