Advertisement

Interview Questions : পরবর্তী Leap Year কবে? এই উত্তরগুলি জানলে ইন্টারভিউতে সিওর সাকসেস

সরকারি বা বেসরকারি যে কোনও চাকরির ইন্টারভিউ পাশের ক্ষেত্রেই সাধারণ জ্ঞান থাকা খুবই দরকার। সেক্ষেত্রে চারপাশে ঘটে চলা বিষয়গুলির সম্পর্কে সার্বিক ধারণা থাকা খুবই জরুরি। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু প্রশ্ন ও তার উত্তর (Interview Questions And Answers), যেগুলি বিভিন্ন সময় ইন্টারভিউতে ধরা হয়। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Oct 2022,
  • अपडेटेड 6:12 PM IST
  • চাকরি পেতে পাশ করতে হয় ইন্টারভিউ
  • ধরা হয় বিভিন্ন সাধারণ জ্ঞান
  • এখানে রইল কিছু নমুনা

সরকারি বা বেসরকারি যে কোনও চাকরির ইন্টারভিউ পাশের ক্ষেত্রেই সাধারণ জ্ঞান থাকা খুবই দরকার। সেক্ষেত্রে চারপাশে ঘটে চলা বিষয়গুলির সম্পর্কে সার্বিক ধারণা থাকা খুবই জরুরি। চলুন জেনে নেওয়া যাক এমন কিছু প্রশ্ন ও তার উত্তর (Interview Questions And Answers), যেগুলি বিভিন্ন সময় ইন্টারভিউতে ধরা হয়। 

প্রশ্ন - ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন?
উত্তর - ২০২২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি লেখিক অ্যানি এনোক্স। 

প্রশ্ন - এই বছর T-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হচ্ছে?
উত্তর - T-20 বিশ্বকাপ এই বছর আয়োজিত হচ্ছে অস্ট্রেলিয়ায়। 

প্রশ্ন - পরবর্তী লিপ ইয়ার কবে?
উত্তর - পরবর্তী লিপ ইয়ার ২০২৪ সালে 

প্রশ্ন - মহর্ষি বাল্মিকীর জন্মদিন কবে উদযাপন করা হয়?
উত্তর - প্রতি বছর মহর্ষি বাল্মিকীর জন্মদিন উদযাপন করা হয় আশ্বিণ মাসের পূর্ণিমায়। এই বছর সেটি ৯ অক্টোবর উদযাপন করা হচ্ছে। 

প্রশ্ন - ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়?
উত্তর - মেঘালয় রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। 

প্রশ্ন - আগামী ফুটবল বিশ্বকাপ কোন দেশে হবে?
উত্তর - আগামী ফুটবল বিশ্বকাপ হবে কাতারে। 

প্রশ্ন - এই বছরের অস্কারে ভারতের কোন ছবি এন্ট্রি পেয়েছে?
উত্তর - ছেলো শো। 

প্রশ্ন - সলমান খান কোন জনপ্রিয় টিভি রিয়েলিটি শো হোস্ট করেন?
উত্তর - বিগ বস।

Disclaimer : এগুলি নমুনা প্রশ্ন, চাকরিতে সফলতা পেতে আরও বিস্তরিত পড়াশোনা প্রয়োজন।

আরও পড়ুনঅয়নের ফোনে বান্ধবী-মায়ের ঘনিষ্ঠ ছবি-ভিডিও, তদন্তে বিস্ফোরক তথ্য

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement