
কর্মী নিচ্ছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংস্থার বিভিন্ন ইউনিটে মোট ১৫৯টি পদে নিয়োগ হবে। শুধু বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার নয়, আরও নানা ডিপার্টমেন্টে আবেদন করা যাবে। ফলে কম স্কিল বা ডিগ্রি থাকলেও ISRO র মতো সংস্থায় কাজের সুযোগ পাবেন।
ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট isro.gov.in/Careers.html থেকে অনলাইন আবেদন করা যাবে। আবেদন করার শেষ তারিখ ১৪ নভেম্বর।
ISRO র অফিসিয়াল Website: https://www.isro.gov.in/Careers.html (CLICK HERE) 
ISRO Recruitment 2025 PDF: View PDF
কোন কোন পদে নিয়োগ হবে
সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র সহ একাধিক ডিপার্টমেন্টে লোক নেওয়া হবে। এর মধ্যে রয়েছে, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান, টেকনিশিয়ান, রেডিয়োগ্রাফার, নার্স, কুক ও ড্রাইভার।
সায়েন্টিস্ট ও ইঞ্জিনিয়ার 
এই পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। মাসিক বেতন ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত।
টেকনিক্যাল ও সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট
টেকনিক্যাল ডিপ্লোমা বা বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। বেতন ধরা হয়েছে ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকার মধ্যে।
নার্স  
নার্সিং ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। মাসিক বেতন প্রায় ৬৯,৫৯৫ টাকা।
টেকনিশিয়ান ও ড্রাফটসম্যান
দশম শ্রেণি উত্তীর্ণ এবং আইটিআই সার্টিফিকেট থাকা আবশ্যিক। বিশেষ করে ফিটার ট্রেডে প্রশিক্ষণ থাকলে বাড়তি সুবিধা মিলবে। মাসিক বেতন প্রায় ৩৩,৬৩৫ টাকা।
অন্যান্য পদ
রেডিয়োগ্রাফার, কুক ও ড্রাইভার পদেও নিয়োগ হবে। দশম শ্রেণি পাশ ও সংশ্লিষ্ট ট্রেনিং প্রয়োজন। বেতন ১৯,৯০০ থেকে ৮১,০০০ টাকার মধ্যে।
নিয়োগ পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। কিছু পদে স্কিল টেস্টও হতে পারে। নির্বাচিত প্রার্থীদের ইসরোর বিভিন্ন কেন্দ্রে কাজের সুযোগ দেওয়া হবে।