JEE Advanced 2025-এর অ্যাডমিট কার্ড আজ, ১২ মে রিলিজ হবে। অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে রেজিস্টার্ড প্রার্থীরা নিজেদের হল টিকিট Download করতে পারবেন।
JEE ADVANCED ADMIT CARD DOWNLOAD - CLICK HERE
অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে লগইন করতে হবে আবেদন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে।
প্রবেশপত্রে থাকবে প্রার্থীর নাম, রোল নম্বর, ছবি, স্বাক্ষর, জন্মতারিখ, যোগাযোগের ঠিকানা ও বিভাগ সংক্রান্ত তথ্য।
জেইই অ্যাডভান্সড ২০২৫: পরীক্ষা শুধুমাত্র কম্পিউটার বেসড টেস্ট (CBT) মোডে
পরীক্ষায় দু'টি পেপার থাকবে — Paper 1 ও Paper 2, প্রতিটি তিন ঘণ্টার।
দুই পেপারেই উপস্থিত থাকা বাধ্যতামূলক।
প্রতিটি পেপারে থাকবে তিনটি ভাগ — পদার্থবিদ্যা, রসায়ন ও অঙ্ক।
– অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ যান
– JEE Advanced 2025 লগইন পেজ খুলুন
– মোবাইল নম্বর, জন্মতারিখ ও রেজিস্ট্রেশন নম্বর দিন
– ডাউনলোড অপশনে ক্লিক করুন
– প্রবেশপত্র Save ও Print করুন
১২ মে সকাল ১০টা থেকে JEE Advanced 2025-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
অন্তত ২-৩ কপি প্রিন্ট করে রাখুন। একটি সফট কপি মোবাইল বা ইমেলে সেভ করে রাখুন ব্যাকআপ হিসেবে। গার্জেনের কাছে একটি প্রিন্ট ও তাঁর ফোনেও একটি সফট কপি পাঠিয়ে রাখুন।
পরীক্ষার্থীদের দুইটি পেপারেই অংশ নেওয়া আবশ্যিক। একটিতে অনুপস্থিত থাকলেই পুরোটই বাতিল হতে পারে।
কোন আইআইটি জোন, কেন্দ্রের কোড ও নামসহ পুরো ঠিকানা থাকবে প্রবেশপত্রে।
সম্ভব হলে আগেই কেন্দ্রে ঘুরে আসুন।
JEE Advanced 2025 পরীক্ষাটি পরিচালনা করছে সাতটি জোনাল কো-অর্ডিনেটিং আইআইটি, Joint Admission Board (JAB) 2025-এর তত্ত্বাবধানে।
অ্যাডমিট কার্ড একদিন দেরিতে প্রকাশ পেলেও, পরীক্ষা ঠিক সময়েই হবে — ১৮ মে।
কোনও আনুষ্ঠানিকভাবে পরীক্ষার তারিখ পিছোনোর ঘোষণা আসেনি।
গুরুত্বপূর্ণ তারিখ:
– পরীক্ষা: ১৮ মে
– প্রোভিশনাল উত্তরপত্র: ২৬ মে
– ফাইনাল রেজাল্ট ও উত্তরপত্র: ২ জুন
নতুন কোনও আপডেট জানতে নজর রাখুন jeeadv.ac.in-এ।