উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে হাজার হাজার চাকরির সুযোগ। রাজ্যের বেকার যুবক-যুবতীরা এর জন্য আবেদন করতে পারবেন। এই সুযোগ দিচ্ছে বন্ধন ব্যঙ্ক। অনলাইন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। তবে শুধু উচ্চমাধ্যমিক পাশ নয়, যাঁদের যোগ্যতা বেশি তাঁরাও আবেদন করতে পারবেন।
এই ব্যাঙ্কের কর্মীদের সবথেকে কম বেতন হল ১২ থেকে ১৫ হাজার টাকা। আবার বেতনের পাশাপাশি একটি রুমও দেবে এই ব্যাঙ্ক। তবে শুধু এই রাজ্য নয়। বিহার, দিল্লি, চেন্নাই,অসম, মুম্বইয়ে আপনার পোস্টিং হতে পারে। নিয়োগ করা হবে ক্লার্ক, ফিল্ড অফিসার, সেল অফিসার, ব্রাঞ্চ হেড, অডিট, আইটি ইত্যাদিতে লোক নিয়োগ করা হবে। প্রত্যেকটি পদের যোগ্যতা অনুযায়ী বেতনও দেওয়া হবে সংস্থার তরফে।
আবেদনকারীর বয়স ও যোগ্যতা
- আবেদনকারীর বয়স ২৩ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। তবেই তিনি চাকরির জন্য আবেদন করতে পারবেন।
- থাকতে হবে উচ্চমাধ্যমিক পাশের সার্টিফিকেট। তবেই আবেদন করতে পারবেন।
- আবেদন করতে চাইলে আধার কার্ড থাকতে হবে।
- তবে পরিচয়পত্র হিসেবে ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড থাকা বাধ্যতামূলক।
কীভাবে আবেদন করবেন ?
- প্রথমত, আপনাকে বন্ধন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে। এই হল লিঙ্ক। https://bandhanbank.com/careers
- এবার আপনার সামনে বন্ধন ব্যাঙ্কের হোম পেজ খুলবে।
- সেখানে মাইক্রো ব্যাঙ্কিংয়ের অপশন আসবে। ওই অপশনে ক্লিক করতে হবে।
- মাইক্রো ব্যাঙ্কিংয়ে গেলে আপনাকে জিজ্ঞাসা করা হবে,কোথায় চাকরি পেতে চান? তখন নিকটতম শহর বা আপনার নিকটতম বন্ধন ব্যাঙ্ক শাখার অবস্থান পূরণ করতে পারেন।
- এরপর Continue অপশনে ক্লিক করতে হবে। তখন আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে।
- সেই ফর্মে, আপনার কাছ থেকে কিছু ব্যক্তিগত তথ্য চাওয়া হবে। সেখানে সব তথ্য পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনও ভুল না করেন। না হলে আপনার ফর্ম বাতিল হতে পারে।
- ফর্মটি সঠিকভাবে পূরণ করার পর, continue অপশনে ক্লিক করুন।
- আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি চাওয়া হবে, আপনি মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেওয়ার সাথে সাথে আপনার সামনে একটি সাবমিট অপশন আসবে, আপনাকে সেই সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- তারপরই জানতে পারবেন আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সতর্কীকরণ : https://bandhanbank.com/careers এই লিঙ্কে ক্লিক করে ভালোভাবে খোঁজখবর নিয়ে তারপরই আবেদন করবেন।