Advertisement

KBC 1 Crore Questions: কেবিসিতে জিজ্ঞাসা করা ১ কোটি টাকার প্রশ্ন, উত্তর আপনার জানা আছে?

কেবিসিতে জিজ্ঞাসা করা ১ কোটি টাকার প্রশ্ন, উত্তর আপনার জানা আছে?

কেবিসিতে জিজ্ঞাসা করা ১ কোটি টাকার প্রশ্ন, উত্তর আপনার জানা আছে?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Nov 2022,
  • अपडेटेड 11:05 AM IST
  • কেবিসিতে জিজ্ঞাসা করা ১ কোটি টাকার প্রশ্ন
  • উত্তর আপনার জানা আছে?
  • একবার পরীক্ষা করে নিন আপনার জ্ঞান

অমিতাভ বচ্চন হোস্টকৃত কউন বনেগা ক্রোড়পতি টিভি শোতে নিজের কপাল যাচাই করতে যাচ্ছেন বহু মানুষ। দীর্ঘ বছর ধরে এই প্রক্রিয়া চলে আসছে এই টিভি শো। এখন আবার শুরু হয়েছে এবং অনেকেই মোটা টাকা জিতে ফিরছেন। সাধারণ জ্ঞান এবং প্রত্যুৎপন্নমতিত্ব দিয়ে অনেকেই নিজেদের পকেট ভরছেন কাঁড়িকাড়ি টাকায়। এক হাজার টাকার প্রশ্ন থেকে শুরু করে ৭ কোটি টাকা পর্যন্ত পৌঁছে দেয় এই প্রতিযোগিতা। অনেকে শূন্য হাতে ফিরে আসেন। যদি আপনি পছন্দ করেন তাহলে এই শোতে যেতে চান তাহলে এক কোটি টাকার প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে। আপনার জানা আছে কি না, তা জেনে নিন, হতে পারে আপনার সুযোগও আসতে পারে।

প্রশ্ন- সেটি কোন পাহাড় যেটিতে প্রথমবার কোন ব্যক্তি ৮ হাজার মিটারের বেশি উচ্চতা আরোহন করেছিল?

উত্তর-অন্নপূর্ণা

প্রশ্ন-১২ বছর ৪ মাস এবং ২৫ দিন বয়সে পৃথিবীর সবচেয়ে কম বয়সী চেষ্ট গ্র্যান্ড মাস্টার কে হন?

উত্তর- অভিমন্যু মিশ্রা

প্রশ্ন-উত্তর প্রদেশের গাজীপুরের অবস্থিত ভিতর স্তম্ভ কোন সাম্রাজ্য রাজার বংশাবলী নির্ধারিত করতে একটি গুরুত্বপূর্ণ স্তোত্র ?

উত্তর-গুপ্ত সাম্রাজ্য

প্রশ্ন-মুম্বইতে কোন জাহাজ ১৮১৭ সালে লঞ্চ করা হয়েছিল, যা এখনও ব্রিটেনের সবচেয়ে পুরনো চালু যুদ্ধজাহাজ?

উত্তর- এটএমএস মালি।

প্রশ্ন-অন্তরীক্ষ যানে চাঁদ পর্যন্ত যাওয়ার এবং পৃথিবী তে ফেরার প্রথম প্রাণী কী?

উত্তর-কচ্ছপ

প্রশ্ন- কোন অভিনেত্রী সর্বশ্রেষ্ঠ প্লে-ব্যাক সিঙ্গারের রাষ্ট্রীয় ফিল্ম পুরস্কার জিতেছেন?

উত্তর- রূপা গাঙ্গুলি

সংস্কৃত 'অতিথি দেব ভব' যার অর্থ অতিথি ভগবানের মত. কোন উপনিষদে থেকে নেওয়া হয়েছে  

উত্তর- তেত্বিরিয়উপনিষদ।

প্রশ্ন ওকে ভারতীয় সংবিধান সংসদে কার্যাবলী প্রক্রিয়ায় ভাগ নেওয়ার অনুমতি দেয়?

Advertisement

উত্তর- মহা ন্যায়বাদী (অ্যাটর্নি জেনারেল)

প্রশ্ন- মোগল শাসক বাহাদুর শাহ জাফরের দরবারে কোন কবি ১৮৫৭ সালের বিদ্রোহ ব্যক্তিগত বিবরণ 'দাস্তানিক গদর লিখেছিলেন ?

উত্তর-জাহির দেহলবি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement