Advertisement

Knowledge Question: আঙুল ছাড়া শরীরের আর কোন অঙ্গের ছাপ সকলের আলাদা? জানুন উত্তর

সাধারণ জ্ঞান থেকে অনেক কিছু শেখার রয়েছে। সাধারণ জ্ঞান নিয়ে চর্চা করলে রোজ নতুন কিছু শেখা যায়। যদিও আজকাল মানুষের মধ্যে সাধারণ জ্ঞান নিয়ে চর্চা কমে গেছে। এখন ফোনে বেশি সময় কাটাচ্ছেন মানুষ। তবে কিছু মজার বিষয় জানা থাকলে অন্য অনেকের থেকে এগিয়ে থাকবেন।

আঙুলের ছাপআঙুলের ছাপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 1:43 PM IST

সাধারণ জ্ঞান থেকে অনেক কিছু শেখার রয়েছে। সাধারণ জ্ঞান নিয়ে চর্চা করলে রোজ নতুন কিছু শেখা যায়। যদিও আজকাল মানুষের মধ্যে সাধারণ জ্ঞান নিয়ে চর্চা কমে গেছে। এখন ফোনে বেশি সময় কাটাচ্ছেন মানুষ। তবে কিছু মজার বিষয় জানা থাকলে অন্য অনেকের থেকে এগিয়ে থাকবেন।

একইসঙ্গে বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় বুদ্ধির প্রশ্ন আসে। এই ধরনের প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তর দিয়ে দেবেন সহজেই। 

আমরা সকলেই জানি আমাদের হাতের ছাপ যা অন্য কারওর সঙ্গে মেলে না। সবার হাতের ছাপ আলাদা। সেরকমই শরীরের আর কোন অঙ্গের ছাপ আলাদা অনেকেই জানেন না।

শরীরের আঙুল ছাড়া আর কোন অঙ্গের ছাপ সকলের আলাদা?
আঙুল ছাড়া শরীরে আর যে অঙ্গের ছাপ আলাদা তা হল সেই অঙ্গ যা দেখতে লম্বাটে ও সবসময় ঢাকা থাকে। এটি হল জিভ। বিশ্বের প্রতিটি মানুষের জিভের ছাপ আলাদা।

গবেষকদের মতে, একটি জিভের ছাপ নেওয়ার জন্য দু'টি প্রধান বৈশিষ্ট্য পরিমাপ করা হয়। প্রথমে জিভের আকৃতি। আমাদের জিভের উপরের অংশের একটি অনন্য জ্যামিতিক আকৃতি রয়েছে। কারও দীর্ঘ ও কারও আবার ছোট বা মাঝারি। জিভের বেশ কিছু চিহ্ন রয়েছে যা আঙুলের ছাপের মতোই সবার আলাদা।

Read more!
Advertisement
Advertisement