Kolkata Police Recruitment: কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদের নিয়োগ প্রক্রিয়ার অ্যাডমিট কার্ড এবং পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। গত বছর কলকাতা পুলিশে সাব-ইন্সপেক্টর এবং সার্জেন্ট পদে ৩৩০ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রচুর আবেদন জমা পড়ে। এবার সেই নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা করা হল। বুধবারই কলকাতা পুলিশের ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেওয়া হয়। http://wbprb.applythrunet.co.in/- এই লিঙ্কে ক্লিক করে আবেদনকারীরা সরাসরি নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
কোথায় পরীক্ষা এবং কী নিয়ম ?
আগামী ২৭ তারিখ পরীক্ষা হতে চলেছে। আবেদনকারীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ নম্বর দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে বলা হয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে নিজেদের অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি নিয়ে ভেন্যুতে উপস্থিত থাকতে বলা হয়েছে। আগামী ২৭ তারিখ অর্থাৎ রবিবার বেলা ১২টার আগেই সবাইকে উপস্থিত হতে বলা হয়েছে। তবে ভেন্যুতে আসার জন্য বিশেষ কিছু নিয়ম জারি করা হয়েছে। মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস, স্ক্যানার, ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর মতো ডিভাইসগুলি পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। স্পোর্টস জুতো, sneakers, footwear পড়ে আসতে বলা হয়েছে।
এ বিষয়ে আরও বিশদে জানতে http://wbpolice.gov.in/writereaddata/wbp/English%20Notice_16032022.pdf এই লিঙ্কে ক্লিক করুন।
কত নিয়োগ?
মোট ৩৩০ পদে নিয়োগ হবে। এর মধ্যে পুরুষ এবং মহিলা উভয়ই রয়েছেন। জেনারেল ক্যাটাগরির জন্য সাব ইন্সপেক্টর পদের জন্য পুরুষ বিভাগে শূন্যপদ ১০টি এবং মহিলাদের জন্য ১০টি। সার্জেন্ট জেনারেল ক্যাটাগরির জন্য খালি রয়েছে ৬০টি। SC আবেদনকারীদের জন্য ইন্সপেক্টর পদের জন্য পুরুষ বিভাগে শূন্যপদ ৪১টি এবং মহিলাদের জন্য ১০টি। সার্জেন্ট SC ক্যাটাগরির জন্য খালি রয়েছে ১৬টি আসন। ST আবেদনকারীদের জন্য ইন্সপেক্টর পদের জন্য পুরুষ বিভাগে শূন্যপদ ৯টি এবং মহিলাদের জন্য ২টি। ২৫টি আসন খালি রয়েছে সার্জেন্ট ST ক্যাটাগরির জন্য। OBC-A ক্যাটাগরির পুরুষ এবং মহিলাদের জন্য ইন্সপেক্টর পদে শূন্যপদের সংখ্যা যথাক্রমে ১৯ এবং ২টি। সার্জেন্ট পদে খালি ১২টি। OBC-B ক্যাটাগরিতে যথাক্রমে ১১ এবং ৩টি শূন্যপদ খালি রয়েছে ইন্সপেক্টর পদে পুরুষ এবং মহিলাদের জন্য। ৯টি রয়েছে সার্জেন্ট পদে।