Advertisement

Madhyamik 2025 all Details :মাধ্যমিক ফেব্রুয়ারিতে, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে-কবে কোন পরীক্ষা? এক নজরে সব তথ্য

ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষা হল মাধ্য়মিক। এবছর ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর পরক্ষায় বসতে গেলে দরকার অ্যাডমিট কার্ড। পড়ুয়ারা কবে থেকে অ্যাডমিট কার্ড পাবেন তার দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৩০ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ‌অ্যাডমিট কার্ডে যদি কোনও ত্রুটি থাকে তা ৬ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে।

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জানুয়ারিতেইমাধ্যমিকের অ্যাডমিট কার্ড জানুয়ারিতেই
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jan 2025,
  • अपडेटेड 9:41 AM IST

ছাত্রছাত্রীদের জীবনের অন্যতম বড় পরীক্ষা হল মাধ্য়মিক। এবছর  ১০ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর পরক্ষায় বসতে গেলে দরকার অ্যাডমিট কার্ড। পড়ুয়ারা কবে থেকে অ্যাডমিট কার্ড পাবেন তার দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে ৩০ জানুয়ারি সকাল ১১ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ‌অ্যাডমিট কার্ডে যদি কোনও ত্রুটি থাকে তা ৬ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে।

 পর্ষদের তরফ থেকে বিভিন্ন জেলায় যে ক্যাম্প অফিস করা হয়েছে, সেখান থেকে এই অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুলগুলিকে। অ্যাডমিট কার্ডে যদি কোন‌ও ভুল থাকে তাহলে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকে ৬ ফেব্রুয়ারির মধ্যে মধ্যশিক্ষা পর্ষদের দফতরে গিয়ে গিয়ে লিখিত দরখাস্তের মাধ্যমে তা ঠিক করাতে হবে। অ্যাডমিট কার্ড ভুল সংশোধনের কোন‌ও আবেদন অনলাইন মাধ্যমে গ্রহণ করা হবে না।

একনজরে এবছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন-
১০ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা।
১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা।
১৫ ফেব্রুয়ারি (শনিবার): অঙ্ক।
১৭ ফেব্রুয়ারি (সোমবার): ইতিহাস।
১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভূগোল।
১৯ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান।
২০ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ভৌতবিজ্ঞান।
২২ ফেব্রুয়ারি (শনিবার): ঐচ্ছিক বিষয়।

এবার প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা পরীক্ষার পরেই অঙ্ক দিতে হবে পড়ুয়াদের। তবে অঙ্ক পরীক্ষার আগে চারদিন ছুটি আছে। তাছাড়া ইতিহাসের আগেও পড়ুয়ারা একদিন ছুটি পাবে। বাকি কোনও পরীক্ষার আগে ছুটি নেই। পরপর হবে সেই বিষয়গুলির পরীক্ষা। সকাল১০টা ৪৫ মিনিটে এই পরীক্ষা শুরু হবে। দুপুর ২টো নাগাদ এই পরীক্ষা শেষ হবে। প্রথম ১৫ মিনিটে অবশ্য লেখা যাবে না। ওই ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে। সকাল ১১ টা থেকে পড়ুয়ারা লেখা শুরু করতে পারবে। লেখার জন্য তিন ঘণ্টা থাকবে বলে পর্ষদের তরফে আগেই জানানো হয়েছে।

এ বছরই প্রথম বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য আলাদা রুলটানা উত্তরপত্র পাঠানো হবে বলে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে । বেশ কিছু বিশেষ ভাবে সক্ষম পড়ুয়া পরীক্ষার সময় রাইটার নেয় না। তাদের উত্তর লেখার ক্ষেত্রে অনেক সময়েই লাইন সোজা থাকে না। সেই অসুবিধা দূর করার জন্যই এ বছর থেকে রুলটানা উত্তরপত্র দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে পর্ষদ। পর্ষদের তরফ থেকে যে বিশেষ উত্তরপত্র পাঠানো হবে, তার প্যাকেটের উপর লেখা থাকবে ‘সিডব্লিউএসএন’ (চিল্ড্রেন উইথ স্পেশ্যাল নিড)।

Advertisement

এ ছাড়াও নবম শ্রেণিতে ওঠার পর প্রত্যেক পড়ুয়াকে মাধ্যমিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। এই প্রক্রিয়া ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে শুরু করা হয়েছিল ৩১/৮/২০২৪ তারিখে। তার পর পড়ুয়াদের আরও দু’দফায় অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। তাতে ৯,৩২৬টি স্কুল তাদের পড়ুয়াদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এখনও পর্যন্ত যারা এই তিন দফায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি, তাদের জন্য আবার‌ও সুযোগ করে দিতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। ১৬ জানুয়ারি সকাল ১১টা থেকে ৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে স্কুলগুলি। তবে, এ বার আর বিনামূল্যে এই রেজিস্ট্রেশন করা হবে না। যারা এই রেজিস্ট্রেশন করাবে, তাদের লেট ফাইন দিতে হবে। তবেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

চলতি বছর মাধ্যমিকে শিক্ষক শিক্ষিকাদের বিশেষ গাইডলাইন মানতে হবে। । এবার মাধ্য়মিক পরীক্ষায় নিয়োজিত শিক্ষক শিক্ষিকাদের জন্য ১১ দফা গাইডলাইন ঠিক করে দিয়েছে মধ্য়শিক্ষা পর্ষদ। মাধ্য়মিক পরীক্ষায় যাতে কোনওভাবেই নকল করা না হয় সেটার উপর বিশেষভাবে বলা হয়েছে।  শিক্ষক শিক্ষিকাদের জন্য  গাইডলাইনে যা বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক-

  •  শিক্ষক শিক্ষিকাদের নির্ধারিত সময়ের মধ্য়ে পরীক্ষাকেন্দ্রে রিপোর্টিং করতে হবে। 
  • পর্ষদের দেওয়া নির্দেশকে প্রত্যেককে যথাযথ মান্যতা দিতে হবে ।
  • পড়ুয়াদের উপর নজর রাখতে হবে পরীক্ষকদের। কোনও আপত্তিকর বিষয় যদি চোখে পড়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যে শিক্ষক শিক্ষিকারা দায়িত্বে রয়েছেন তাঁদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
  • কেবলমাত্র পরীক্ষা হলে নয়, স্কুলের শৌচালয় সহ সমস্ত পরীক্ষাকেন্দ্রে নজর রাখতে হবে। অর্থাৎ কোথাও যাতে অনিয়ম কিছু না হয় সেটা দেখতে হবে। 
  • পরীক্ষা সংক্রান্ত মধ্য়শিক্ষা পর্ষদের যে বৈঠক হয় সেখানে সংশ্লিষ্ট স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের যোগ দিতে হবে।
  • রীক্ষার পরে উত্তরপত্র সুরক্ষিত ভাবে বেঁধে রাখতে হবে। 
  • যে স্কুলগুলিতে সেন্টার হচ্ছে না সেখানকার শিক্ষক শিক্ষিকাদেরও দায়িত্ব নিতে হবে। 

Read more!
Advertisement
Advertisement