Advertisement

Madhyamik Exam Math Question 2022 : এবছরের মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার হাফডজন প্রশ্ন, উত্তর জানেন?

অন্যান্যদিনের মতো অঙ্ক পরীক্ষাতেও পরীক্ষার্থীদের সময় দেওয়া হয় মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। তারমধ্যে প্রথম ১৫ মিনিট ছিল শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। পরের ৩ ঘণ্টায় প্রশ্নের উত্তর লেখে পরীক্ষার্থীরা। চলুন দেখে নেওয়া যাক মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার কিছু প্রশ্ন। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Mar 2022,
  • अपडेटेड 8:28 PM IST
  • হয়ে গেল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা
  • পরীক্ষার মোট সময় ৩ ঘণ্টা ১৫ মিনিট
  • দেখে নিন পরীক্ষার কয়েকটি প্রশ্ন

আজ সোমবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা (Madhyamik Exam Math Question 2022)। আর অঙ্ক পরীক্ষা মানেই বেশিরভাগ পরীক্ষার্থীদের কাছে রীতিমতো চিন্তার বিষয়। অন্যান্যদিনের মতো এদিনও পরীক্ষার্থীদের সময় দেওয়া হয় মোট ৩ ঘণ্টা ১৫ মিনিট। তারমধ্যে প্রথম ১৫ মিনিট ছিল শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য। পরের ৩ ঘণ্টায় প্রশ্নের উত্তর লেখে পরীক্ষার্থীরা। চলুন দেখে নেওয়া যাক মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার কিছু প্রশ্ন। 

প্রশ্ন - ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। একবছর পর ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা ও 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে-
উত্তর (এ) - 1,000 টাকা
(বি) - 2,000 টাকা
(সি) - 3,000 টাকা
(ডি) - 4,0000 টাকা

প্রশ্ন - দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্তদুটির সাধারণ স্পর্শক সংখ্যা - 
উত্তর (এ) - 2টি
(বি) - 1টি
(সি) - 3টি
(ডি) - 4টি 

আরও পড়ুন

প্রশ্ন - A:B=2:3, B:C=5:8, C:D=6:7 হলে, A:D= কতো?
উত্তর (এ) - 2:7
(বি) - 7:2
(সি) - 5:8
(ডি) - 5:14

প্রশ্ন - কোনও স্থানের লোকসংখ্যা 13,310 জন ছিল। কী হারে বৃদ্ধি পেলে 3 বছরে 17,280 জন হবে?

প্রশ্ন - কোনও মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7,100 টাকা ও এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। 

প্রশ্ন - 20,000 টাকার বার্ষিক 5% সুদের হারে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কতো হবে?


 

Read more!
Advertisement
Advertisement