Advertisement

Madhyamik Result 2023 : বাপ রে নম্বর! মাধ্যমিকে প্রথম ১০ জনের কে কত মার্কস পেলেন? রইল

Madhyamik Result 2023 : এবার মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছে মোট ১১৮ জন পরীক্ষার্থী। এবার মাধ্য়মিকে প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা। পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস হাইস্কুলের পরীক্ষার্থী দেবদত্তা মাঝি ৭০০ নম্বরের মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। দেবদত্তা পেয়েছে ৯৯.৫৭ শতাংশ নম্বর। একইসঙ্গে প্রতিবারের মত এবারও ভালো ফল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এবার মেধাতালিকায় মোট ১২ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম স্থান দখল করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা।

বাপ রে নম্বর! মাধ্যমিকে প্রথম ১০ জনের কে কত মার্কস পেলেন? রইল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 May 2023,
  • अपडेटेड 2:18 PM IST
  • বাপ রে কত নম্বর!
  • প্রথম ১০ জনের কে কত মার্কস পেলেন?
  • রইল মাধ্যমিকের পূর্ণ মেধা তালিকা

Madhyamik Exam Result 2023: পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। ফলপ্রকাশ হতেই দেখা গেল, মেধাতালিকা জুড়ে শুধুই জেলার জয়জয়কার। বিশেষ করে মালদা। মেধাতালিকায় ২১ জন-ই মালদা জেলা থেকে। ওদিকে কলকাতা থেকে এবার কেউ স্থান পায়নি মেধাতালিকায়। পাসের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। দ্বিতীয় স্থানে কালিম্পং, তিন নম্বরে কলকাতা। আর পাসের হারের দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর।

এবার মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম ১০ জনের মধ্যে রয়েছে মোট ১১৮ জন পরীক্ষার্থী। এবার মাধ্য়মিকে প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা। পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস হাইস্কুলের পরীক্ষার্থী দেবদত্তা মাঝি ৭০০ নম্বরের মধ্যে ৬৯৭ নম্বর পেয়ে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন। দেবদত্তা পেয়েছে ৯৯.৫৭ শতাংশ নম্বর। একইসঙ্গে প্রতিবারের মত এবারও ভালো ফল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এবার মেধাতালিকায় মোট ১২ জন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম স্থান দখল করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়ারা। নীচে সম্পূর্ণ মেধাতালিকা দেওয়া হল। নিজেদের নাম দেখে নিন। তাছাড়া নীচে দেওয়া বক্সে নিজের রোল নম্বর দিয়ে রেজাল্ট জেনে নিতে পারবেন।

প্রথম হয়েছে কাটোয়ার দেবদত্তা মাঝি। তার প্রাপ্ত নম্বর ৬৯৭। 

দ্বিতীয় বর্ধমানের শুভম পাল ও মালদার রিফাত হাসান সরকার। তাদের দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১।

তৃতীয় অর্ক মণ্ডল, সৌম্যদীপ মল্লিক, মঃ ইমতিয়াজ, মাহির হাসান, স্বরাজ পাল, অর্ঘ্যদীপ সাহা প্রাপ্ত নম্বর ৬৯০। এদের মধ্যে অর্ঘদীপ ও সৌম্যদীপ উত্তর চব্বিশ পরগণা ও বাকি চারজন মালদা রামকৃষ্ণ মিশনের ছাত্র।

চতুর্থ হল বনগাঁর সমাদৃতা সেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনীশ বারুই, বর্ধমানের, তুহিন বেরা ও অর্ক বন্দ্যেপাধ্যায়। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯।

পঞ্চম হয়েছে অরিজিৎ মণ্ডল, সুপ্রভা দে, শুভজিৎ দে, অন্বেষা চক্রবর্তী, ঈশান পাল, শেখ সৈয়দ ওয়াসিফ, রূপায়ন পাল, অনুশ্রেয়া দাস, শুভজিৎ দেব। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮।

Advertisement

ষষ্ঠ হল বিদিশা কুণ্ডু, সুতীর্থ পাল, অনিক বারুই, সৌমজিৎ দাস, সৌমজিৎ নায়েক, সূর্যেন্দু মণ্ডল, অপূর্ব সামন্ত, প্রাণীল জশ, সতীর্থ সাহা, রায়ান আবেদিন, ঋদ্ধিশ দাস, প্রাপ্ত নম্বর ৬৮৭।

সপ্তম সুচেতনা রায়, অদৃজ গুপ্ত, অনুস্মিতা সাঁতরা, জিষ্ণু ঘোষ, শুভম হাজরা, দেবশঙ্কর সাঁতরা, শিবেন্দু বেরা, শুভজিৎ সরকার, প্রাপ্তি ঘোষাল, স্নেহা কর, সৌমি দে, ঋদ্ধিত পাল, সামরিক আখতার, প্রান্তিক গঙ্গোপাধ্যায়, শরণ দেবনাথ, সত্যম বণিক, গোলাম মাসুদ বিশ্বাস, শেখ আয়ান রশিদ, ফাহিম আনিস। প্রাপ্ত নম্বর ৬৮৬।

অষ্টম দেবজ্যোতি ভট্টাচার্য, শিবম মণ্ডল, অর্পণ সেন বর্মন, তিস্তা বেরা, শুভজিৎ বেজ, সোনাই মুখোপাধ্যায়, অর্চিষ্মান চক্রবর্তী, সমিতা প্রামাণিক, শেখ আফিফ জাহিন, রাজদ্বীপ শাসমল, প্রত্যুষা বর্মন, ফারহিন আখতার, আফিয়া আকিলা, অরণ্য লালা, দেবকুমার মিশ্র। এদের প্রাপ্ত নম্বর ৬৮৫।

নবম রুদ্রনীল ঘোষ, অভীক আদক, শিবম পাঠক, আরিয়ান গোস্বামী, অর্কপ্রভ জানা, দ্বৈপায়ন মান্না, শুভ্র সাধুখাঁ, সমুদ্র দত্ত, কৃষ্ণকলি ত্রিপাঠী, সংহিতা দাস, কৃতিসুন্দর দে, সুমাল্য মহাপাত্র, শ্রেয়া চক্রবর্তী, শবনম পরভিন, শুভদীপ চপাদার, ঈশিতা ভট্টাচার্য, তুষার দেবনাথ। এদের সকলের প্রাপ্ত নম্বর ৬৮৪।

দশম হল তোষালি ঘোষ, তন্ময় ঘোষ, তনয় টিকাদার, প্রত্যূষ চট্টোপাধ্যায়, শমিক মাহাতা, সাগ্নিক মণ্ডল, রুদ্রনীল দাস, রফিদ রানা লস্কর, সমায়িতা দাস, নম্রতা কোলে, অয়নদীপ সেনগুপ্ত, বিনায়ক সেনাপতি, ময়ূখ পাত্র, বীরেশ ঘোষ, বর্ণময় বারিক, সাগ্নিক রায়, অঙ্কণ মণ্ডল, শুভাঞ্জন পাড়ই, সোনালি মাইতি,রাজদীপ মাইতি, নয়াশ্রী কালিন্দী, সৌরদীপ দাস, দেবজিৎ রায়, অঙ্কণা দুবে, দেবজিৎ মণ্ডল, অঙ্কুর ঘোষ, ইশানচন্দ্র বর্মন, দেবরাজ হাজরা, অর্কদীপ গোস্বামী, সুমায়া সুলতানা, মেহফুজ আলম, সাগ্নিক বক্সি, অনুব্রত ঘোষ, অঙ্কিত মণ্ডল।

 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement