২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে ফের জেলাগুলির দাপট। পাসের হারের নিরিখে এবারও সেরা পূর্ব মেদিনীপুর। সেখানে মোট পাশের হার ৯৬.৪৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং এবং তৃতীয় কলকাতা। পশ্চিম মেদিনীপুর রয়েছে চতুর্থ স্থানে।
এবারের মাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছেন মোট ৬৬ জন ছাত্রছাত্রী। তাদের মধ্যে অনেকেই একই নম্বর পেয়ে। ফলে তালিকায় একাধিক জনের একই স্থান দখল।
উত্তর দিনাজপুর জেলার অদৃত সরকার প্রথম হয়েছেন। রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র অদৃত ৬৯৬ নম্বর পেয়েছেন, যা শতাংশে ৯৯.৪৬।
দ্বিতীয় স্থানে রয়েছেন দুই জন—
অনুভব বিশ্বাস, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদা। নম্বর ৬৯৪।
সৌম্য পাল, বিষ্ণুপুর হাইস্কুল, বাঁকুড়া। নম্বর ৬৯৪।
ঈশানী চক্রবর্তী, কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়, বাঁকুড়া। নম্বর ৬৯৪।
এই স্থান দখল করেছেন দুই জন—
মহঃ সেলিম, নিরোল উচ্চ বিদ্যালয়। নম্বর ৬৯২।
সুপ্রতীক মান্না, কন্টাই মডেল ইনস্টিটিউট। নম্বর ৬৯২।
পঞ্চম স্থানে রয়েছেন চারজন—
সিনচান নন্দী, গৌরহাটি হরদাস ইনস্টিটিউট। নম্বর ৬৯১।
চৌধুরী মহঃ আসিফ, কামারপুকুর আর.কে. মিশন মাল্টিপারপাস স্কুল। নম্বর ৬৯১।
দীপ্তজিৎ ঘোষ, ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন। নম্বর ৬৯১।
সোমতীর্থ করণ, নরেন্দ্রপুর আর.কে. মিশন বিদ্যালয়। নম্বর ৬৯১।
এই বছরের মাধ্যমিকেও ভাল রেজাল্টের ধারা অব্যাহত রাখল জেলাগুলি। পাসের হার ও মেধাতালিকা থেকে একটি বিষয় স্পষ্ট। জেলার পড়ুয়ারা আরও একবার তাদের পড়াশোনা ও প্রচেষ্টার প্রমাণ দিয়েছে এবারের মাধ্যমিকে।