Advertisement

Madhyamik Results 2025: মে মাসেই মাধ্যমিকের রেজাল্ট, সম্ভাব্য তারিখ যা জানা যাচ্ছে...

আগামী ১২ মে সোমবার থেকে ২০ মে মঙ্গলবারের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ করার সম্ভাবনা আছে। আপাতত পর্ষদের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

মে মাসে মাধ্য়মিকের রেজাল্ট, দিনক্ষণ কি জানা গেল? মে মাসে মাধ্য়মিকের রেজাল্ট, দিনক্ষণ কি জানা গেল?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Apr 2025,
  • अपडेटेड 10:28 AM IST
  • পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫০ শতাংশের বেশি খাতা দেখা শেষ হয়ে পর্ষদের ঘরে জমা পড়েছে
  • বাকি খাতা দেখা হলেই দ্রুত ফলপ্রকাশ করা হবে

WBBSE Madhyamik 10th Results 2025: মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে আপডেট। জানা যাচ্ছে, মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে ফল বেরোতে পারে। এটা মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে। এদিকে, নিউজ ১৮ বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী ১২ মে সোমবার থেকে ২০ মে মঙ্গলবারের মধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ করার সম্ভাবনা আছে। আপাতত পর্ষদের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ৫০ শতাংশের বেশি খাতা দেখা শেষ হয়ে পর্ষদের ঘরে জমা পড়েছে। বাকি খাতা দেখা হলেই দ্রুত ফলপ্রকাশ করা হবে। পরীক্ষা শেষ হওয়ার সাধারণত ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা করে থাকে পর্ষদ। সেই হিসেবে মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে। গতবার যেমন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলেছিল। ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ করা হয়েছিল। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, গত বারের মতো এবারও মেধা তালিকা প্রকাশ করা হবে দশম স্থান পর্যন্ত।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,৮৪, ৮৯৪ জন। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। রাজ্যজুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। চলতি বছর ১০ ফেব্রুয়ারি, ২০২৫ সোমবার থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা। চলে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ শনিবার পর্যন্ত। 

আরও পড়ুন

মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্যবার যেভাবে ফলাফল দেখতে পায় ছাত্রছাত্রীরা, এবারও তার ব্যতিক্রম হবে না। অন্যবার wbresults.nic.in ও www.wbbse.wb.gov.in — অফিশিয়াল এই ওয়েবসাইটগুলি থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা ডাউনলোড করা যায়।

Read more!
Advertisement
Advertisement