
অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি করার। আর সেই সব মানুষের জন্য রয়েছে সুখবর। কারণ সম্প্রতি ভারত সরকারের অর্থ মন্ত্রক কিছু শূন্যপদের ঘোষণা করেছে। এই পোস্টগুলির বেতন ৭০০০০ থেকে ১.৫ লক্ষ টাকা প্রতি মাস।
এই চুক্তিভিত্তিক পোস্টগুলি বেরিয়েছে অর্থ মন্ত্রকের ডিপার্টমেন্ট অব ইকোনোমিক অ্যাফেয়ার্সে। ৫৭টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে বাজেট থেকে শুরু করে ফিনান্সিয়াল মার্কেট এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের মতো জায়গাগুলিতে নিয়োগ হবে। এই পোস্টগুলিতে নিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক নীতিনির্ধারণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চাইছে সরকার বলে মনে করা হচ্ছে। এখানে মূলত প্রোজেক্ট নির্ভর কাজ করা হবে।
কত বয়স পর্যন্ত আবেদন?
এই পদে আবেদন করতে চাইলে ৩০ বছরের নীচে বয়স থাকতে হবে। ইকোনমিক্সে মাস্টার ডিগ্রি, ফিনান্স, আইটি, এমবিএ বা এলএলএম-এর মতো ডিগ্রি থাকলে এই পদে অ্যাপ্লাই করা যাবে। বেতন মিলবে ৭০০০০ টাকা।
কারা অ্যাপ্লাই করতে পারবেন?
যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ৪টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
কনসালট্যান্ট
এক্ষেত্রে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা লাগবে। স্যালারি মিলবে ১ লক্ষ টাকা প্রতি মাস।
সিনিয়র কনসালট্যান্ট
এই পদে অ্যাপ্লাই করতে চাইলে ৫ থেকে ৯ বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এক্ষেত্রে বেতন মিলবে ১.২০ লক্ষ টাকা প্রতি মাস।
স্পেশাল অ্যাসাইনমেন্ট কনসালট্যান্স
নির্দিষ্ট প্রোজেক্ট নির্ভর অ্যাসাইনমেন্টের জন্য নিয়োগ হবে। এতে ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে মিলবে।
ডিপার্টমেন্ট অব ইকোনোমিক রিলেশন
এই পদে ৬ জন সিনিয়র অ্যাডভাইজার নিয়োগ করা হবে। ব্রিকস প্রেসিডেন্সির জন্য হবে নিয়োগ। এই অ্যাডভাইসার মিটিং নোটস, ব্যাকগ্রাউন্ড ডকুমেন্টস এবং আউটকাম পেপার নিয়ে কাজ করবেন।
কেমন কাজ হবে?
প্রাথমিকভাবে ১ বছরের জন্য করা হবে নিয়োগ। তবে ভাল কাজ করলে সেই সময়টা আরও বেড়ে যেতে পারে। তবে একজন ব্যক্তি একটি পদে ৩ বছরের বেশি কাজ করতে পারবেন না। একইভাবে ডিইএ-তে মোট ৫ বছরের বেশি কাজ করা যাবে না।
এই চাকরিটা ফুল টাইমের। এই সময় আপনি অন্য কোনও কাজ করতে পারবেন না। এছাড়া আপনি পাবেন বছরে ৮টি লিভ। তবে ডিএ, হাউস রেন্ট অ্যালাওয়েন্স বা মেডিক্যাল অ্যালাওয়েন্স মিলবে না।
কবে থেকে অ্যাপ্লিকেশন?
এই সব পদে আবেদন করার শেষ তারিখ হল ২৭ ডিসেম্বর ২০২৫। সেই দিন বিকেল ৫ টা পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে mofapp.nic.in/cadre/ লিঙ্কে প্রবেশ করে।