Advertisement

NEET পরীক্ষার আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হল ছাত্রীদের, তুমুল ক্ষোভ

পরীক্ষা কেন্দ্রে যে এমনভাবে হেনস্থা করা হতে পারে, তা কখনও ভাবেননি ছাত্রীরা। এবার তেমন ঘটনায় ঘটল ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (নিট) এর ক্ষেত্রে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। অভিযোগ, পরীক্ষার আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয় ছাত্রীদের! সূত্রের খবর, নকল করা রুখতে নানা পদক্ষেপ করেছে এজেন্সি। যাতে কেউ মোবাইল নিয়ে না ঢুকতে পারে বা সঙ্গে অন্য কোনও ব্যাগ বা অলঙ্কারও না থাকে ততটাই কড়াকড়ি করা হয়েছিল। সেগুলি নির্দিষ্ট স্থানে রাখতেও বাধ্য করা হয়েছিল। তা নিয়ে অবশ্য কেউ আপত্তি করেনি। কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে দেখার সময় ব্রা এর স্ট্রিপ থাকা হুক থাকায় বিপ বিপ আওয়াজ আসে। তখনই ব্রা খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ। মহিলা নিরাপত্তাকর্মীরা অন্য ছাত্র ও পুরুষ পরীক্ষকদের সামনেই ছাত্রীদের অন্তর্বাস খুলে স্টোর রুমে রাখতে বাধ্য করেন বলে অভিযোগ।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 08 May 2023,
  • अपडेटेड 5:33 PM IST
  • পরীক্ষা কেন্দ্রে যে এমনভাবে হেনস্থা করা হতে পারে, তা কখনও ভাবেননি ছাত্রীরা।
  • এবার তেমন ঘটনায় ঘটল ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (নিট) এর ক্ষেত্রে।

পরীক্ষা কেন্দ্রে যে এমনভাবে হেনস্থা করা হতে পারে, তা কখনও ভাবেননি ছাত্রীরা। এবার তেমন ঘটনায় ঘটল ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট (নিট) এর ক্ষেত্রে। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। অভিযোগ, পরীক্ষার আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয় ছাত্রীদের! সূত্রের খবর, নকল করা রুখতে নানা পদক্ষেপ করেছে এজেন্সি। যাতে কেউ মোবাইল নিয়ে না ঢুকতে পারে বা সঙ্গে অন্য কোনও ব্যাগ বা অলঙ্কারও না থাকে ততটাই কড়াকড়ি করা হয়েছিল। সেগুলি নির্দিষ্ট স্থানে রাখতেও বাধ্য করা হয়েছিল। তা নিয়ে অবশ্য কেউ আপত্তি করেনি। কিন্তু মেটাল ডিটেক্টর দিয়ে দেখার সময় ব্রা এর স্ট্রিপ থাকা হুক থাকায় বিপ বিপ আওয়াজ আসে। তখনই ব্রা খুলতে বাধ্য করা হয় বলে অভিযোগ। মহিলা নিরাপত্তাকর্মীরা অন্য ছাত্র ও পুরুষ পরীক্ষকদের সামনেই ছাত্রীদের অন্তর্বাস খুলে স্টোর রুমে রাখতে বাধ্য করেন বলে অভিযোগ।

ঘটনার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন ছাত্রীরা। একজন স্থানীয় সাংবাদিক জানিয়েছেন, তিনি একটি মেয়েকে পরীক্ষাকেন্দ্রের বাইরে এক কোণায় বসে লজ্জায় কুঁকড়ে বুকে বই আঁকড়ে বসে থাকতে দেখেছেন। তিনি ওই ছাত্রীকে জিজ্ঞাসা করেন, সে ঠিক আছে কিনা। ওই ছাত্রী সাংবাদিককে বলেন যে, পরীক্ষার লেখার সময় তাকে ব্রা না পরতে বলা হয়েছিল বলে তিনি লজ্জা বোধ করছেন। সাংবাদিক বলেছিলেন যে, তিনি তাকে শাল অফার করেছিলেন, কিন্তু মেয়েটি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করেন। পরে তাঁর দাদা এসে তাঁকে বাড়ি নিয়ে যায়। তাঁর দাবি, অর্ধেকেরও বেশি ছাত্রী, যারা পরীক্ষা দিতে এসেছিলেন তাঁদের ব্রা খুলে ফেলতে বলা হয়।

তামিলনাড়ু জুড়ে প্রায় ১.৫ লক্ষ শিক্ষার্থী রবিবার NEET পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এই বিষয়ে কথা বলতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী আনবিল মহেশ পয়্যামোঝি দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রী  স্ট্যালিন ইতিমধ্যে এই ধরনের কার্যকলাপের নিন্দা করেছেন। আনবিল মহেশ গত তিন বছর ধরে পরিচালিত NEET চলাকালীন প্রতিটি ছাত্রকে তাদের হেয়ারপিন এবং পোশাক সরিয়ে নিরীক্ষকরা যেভাবে পরীক্ষা করেছিলেন তার নিন্দা প্রকাশ করেছেন। 

Advertisement

আরও পড়ুন

বিজেপির একজন মুখপাত্র নারায়ণন তিরুপাথি বলেছেন যে, প্রতিষ্ঠিত নিয়মের বাইরে যদি কোনও লঙ্ঘন ঘটে থাকে, তবে তার নিন্দা করা উচিত এবং দায়ী ব্যক্তিকে শাস্তি দেওয়া উচিত। তিনি স্পষ্ট করেছেন যে, এই সমস্যাটির সঙ্গে পরীক্ষা বা এটি পরিচালনাকারী সংস্থার কোনও সম্পর্ক নেই, কারণ শিক্ষার্থীরা স্বেচ্ছায় নিজেদের ব্রা খুলেছিলেন।

 

Read more!
Advertisement
Advertisement