Advertisement

NEET-UG Counselling: NEET পরীক্ষা আবার হবে? 'প্রশ্নফাঁস হয়েছে...' মন্তব্য দেশের প্রধান বিচারপতির

NEET-UG Counselling: NEET নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের শুনানি হল সোমবার। শুনানির সময়, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পেপার ফাঁস এবং পরীক্ষার স্বচ্ছতা এবং গোপনীয়তার বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন।

NEET কাণ্ডে প্রধান বিচারপতির প্রশ্ন: পেপার ফাঁসের ব্যাপ্তি কতটা?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 08 Jul 2024,
  • अपडेटेड 5:12 PM IST

NEET-UG Counselling: আজ সোমবার NEET নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের করা পিটিশনের শুনানি হয়েছে। শুনানির সময়, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পেপার ফাঁস এবং পরীক্ষার স্বচ্ছতা এবং গোপনীয়তার বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেছেন। বিচারপতির দাবি, মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষা নিট-ইউজি ২০২৪ এর স্বচ্ছতা যদি ‘হারিয়ে গিয়ে’ থাকে এবং যদি এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে থাকে, তাহলে পুনরায় পরীক্ষার আদেশ দিতে হবে । সোমবার এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷

মুখ্য বিচারপতি বলেন, পরীক্ষার সততা বিঘ্নিত হলে পুনর্মূল্যায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি আরও বলেন, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কাগজ ফাঁস হলে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। বর্তমানে মামলার পরবর্তী শুনানি হবে ১১ জুলাই বুধবার। মুখ্য বিচারপতি, NTA-র কাছে ৭২০ নম্বর প্রাপ্ত ৬৭ জন ছাত্রের মধ্যে কতজন শিক্ষার্থী গ্রেস মার্ক পেয়েছে তার বিশদ জানতে চেয়েছিলেন। ছাত্ররা যদি গ্রেস মার্কস পেয়ে থাকে, তাহলে তার বিশদ বিবরণ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। পরীক্ষার দিন সকালে যদি শিক্ষার্থীদের প্রশ্নপত্র পড়তে বলা হতো বা উত্তর মুখস্থ করতে বলা হতো, তাহলে হয়তো প্রশ্ন ফাঁস এত ব্যাপক হতো না। আমরা যদি অন্যায়কারী প্রার্থীদের চিহ্নিত করতে না পারি তবে আমাদের পুনরায় পরীক্ষার আদেশ দিতে হবে। 

যদি টেলিগ্রাম/হোয়াটসঅ্যাপের মতো ইলেকট্রনিক মাধ্যমে ফাঁস হয় তবে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। এটি ২৩ লাখ শিক্ষার্থীর বিষয়। এসজি তুষার মেহতা বলেছেন যে আমরা ১০০ জন শীর্ষস্থানীয় শিক্ষার্থীর প্যাটার্ন পরীক্ষা করেছি। তাতে দেখা গিয়েছে যে তারা, ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৫৬টি শহরের ৯৫টি কেন্দ্রের ছাত্র।

CJI জিজ্ঞাসা করেন মোট কটি FIR নথিভুক্ত হয়েছে? এনটিএ জানিয়েছে যে একটি ঘটনা ঘটেছে পটনায়। বাকি আবেদনকারীরা ৬টি এফআইআর উল্লেখ করছেন। আদালত চাইলে বাকি তথ্য আগামীকাল দেওয়া যাবে। প্রধান বিচারপতি পুনর্মূল্যায়ন নেওয়ার বিষয়ে চ্য়ালেঞ্জের কথা উল্লেখ করেন। পুনর্মূল্যায়নের প্রস্তুতি, ব্যবস্থা, শিক্ষার্থীদের যাতায়াত, যাতায়াত ইত্যাদির খরচও বিবেচনায় আনতে হবে।

Advertisement

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে চলতি বছরের নিট পরীক্ষা বাতিল করার দাবি জানিয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।  সেই মামলার শুনানিতে ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছে জবাব তলব করেছে শীর্ষ আদালত। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেছে, 'পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা জবাব চাই।' 

এই বিতর্কের মধ্যেই UGC NET-এর জুন মাসের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। স্বচ্ছতার প্রশ্নে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ জুন এই পরীক্ষা নেওয়া হয়েছিল। ২টি শিফটে পরীক্ষা নিয়েছিল এনটিএ। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, নতুন করে ফের এই পরীক্ষা নেওয়া হবে। এই ব্যাপারে শীঘ্রই জানানো হবে। জানা গিয়েছে, ওই পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ এসেছে। ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালাইসিস ইউনিটের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশন বা ইউজিসি। সেখানে জানানো হয়েছে যে, ওই পরীক্ষায় বেশ কিছু অনিয়ম হয়েছে। তারপরেই স্বচ্ছতার প্রশ্নে পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক। এই ঘটনায় তদন্তভার সিবিআইকে দেওয়া হয়েছে। স্থগিত করা হয়েছে CSIR-NET। প্রশ্নফাঁসের ঘটনায় ইতিমধ্যেই তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্নফাঁস কেলেঙ্কারির ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি। এই নিয়ে মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা।

আদেশে বলা হয়েছে:
যেহেতু তদন্তে সিবিআইকে ন্যস্ত করা হয়েছে, তাই IO দ্বারা একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে হবে। যাতে তদন্তের অবস্থা এবং বিষয়বস্তু যা প্রকাশিত হয়েছে তা পরিষ্কার হয়। IO আদালতের সামনে এই তথ্য উপস্থাপন করবে, যা সংগ্রহ করা হয়েছে এবং যেই ফাঁসটি প্রথম সংঘটিত হওয়ার অভিযোগে এবং পদ্ধতির উপর প্রভাব ফেলবে। সুবিধাভোগীদের শনাক্তকরণের জন্য এখনও পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলি কী কী, সে বিষয়ে NTA-কে অবশ্যই তথ্য প্রকাশ করতে হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement