শিক্ষানবিশ পদে লোক নিয়োগ করতে চলেছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC)। সাড়ে তিন হাজারের বেশি অ্যাপ্রেন্টিস পদে চাকরি দিচ্ছে সংস্থা। ইচ্ছুক প্রার্থীর অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ চলতি বছরের ১৫ মে।
শূন্যপদের বিবরণ
ONGC-র নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩৬১৪টি শূন্যপদের জন্য লোক নেওয়া হবে। এর মধ্যে রয়েছে উত্তরাঞ্চলে ২০৯টি, মধ্যাঞ্চলে ২২৮টি, দক্ষিণাঞ্চলে ৬৯৪টি, পূর্বাঞ্চলে ৭৪৪টি এবং পশ্চিমাঞ্চলে ১৪৩৪টি শূন্যপদ। অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১ (সংশোধিত) মেনে প্রার্থীদের নিয়োগ করা হবে।
বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা
-অ্যাকাউন্ট এক্সিকিউটিভ: সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি (B.Com)।
-অফিস অ্যাসিস্ট্যান্ট: সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে বিএ বা বিবিএ-তে স্নাতক ডিগ্রি।
-ইন্সট্রুমেন্ট মেকানিক: ইনস্ট্রুমেন্ট মেকানিকের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।
-অন্যান্য পদ সম্পর্কে আরও বিশদ জানার জন্য সমস্ত ইচ্ছুক প্রার্থীরা ওএনজিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন।
শিক্ষানবিশ পদে আবেদন করার জন্য ১৫ মে যোগ্য প্রার্থীদের বয়স সীমা ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় আছে। তপশিলি জাতি-উপজাতির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমাতে ৫ বছর, OBC-এর জন্য ৩ বছর এবং বিশেষভাবে শারীরিক সক্ষম প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় রয়েছে।
বাছাই প্রক্রিয়া
পরীক্ষা এবং মেরিটের ভিত্তিতে শিক্ষানবিশ নিয়োগের করা হবে। একই যোগ্যতা থাকলে বেশি বয়সের আবেদনকারী বিবেচিত হবেন। আবেদন করুন-