সোশ্যাল মিডিয়ায় নিশ্চয় মাধেমধ্যেই বিভিন্ন ধরনের গেমস ও ক্যুইজ খেলেন। সেই সমস্ত গেমস ও ক্যুইজে কখনও কোনও প্রশ্নের উত্তর দিতে হয়, কখনও আবার ছবিতে লুকানো কোনও জিনিস খুঁজে বের করতে হয়, কখনও আবার দুটি ছবির মধ্যে পার্থক্য খুজে বের করতে হয়। এই প্রতিবেদনেও তেমনই এক ছবি থেকে একটি বিষয় খুঁজে বেরতে হবে।
ছবিটা কী?
প্রতিবেদনে যে ছবিটি দেখছেন, সেখানে রয়েছে বরফ, বেশকিছু ইগলু এবং অনেকগুলি পেঙ্গুইন। কিন্তু ওই পেঙ্গুইনগুলির মাঝে একটি সামুদ্রিক সিল মাছও আছে। অনেকেই সেই সিলটি মাছটিকে খুঁজতে ব্যর্থ হয়েছেন। সেক্ষেত্রে আপনি কি পেঙ্গুইনগুলির মাঝে সিল মাছটিকে খুঁজে পেলেন?
যদি ছবিটির মধ্যে সিল মাছটি খুঁজে পেয়ে থাকেন তাহলে নিঃসন্দেহ আপনার দৃষ্টিশক্তি খুবই প্রখর। তবে যদি সিল মাছটি খুঁজে না পেয়ে থাকেন, তাহলেও নিরাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ আমরা আপনাকে জানাবো যে ছবিটির মধ্যে কোথায় লুকিয়ে রয়েছে সিল মাছটি। সেটি একদম আপনার চোখের সামনেই রয়েছে। তবে সেটি এমনভাবে লুকানো রয়েছে যে অনেকেই সেটি দেখতে পাচ্ছেন না।
চলুন জেনে নেওয়া যাক...
ছবিটির ডানদিকে ভাল করে লক্ষ্য করুন। দেখুন অনেকগুলি পেঙ্গুইন দাঁড়িয়ে রয়েছে। তারই মাঝে খুঁটিয়ে দেখলে সিল মাছটি খুঁজে পেয়ে যাবেন আপনি। ডানদিকে যে পেঙ্গুইনটি শুয়ে রয়েছে, সেটির পিছনে রয়েছে শিল মাছটি। এবার দেখতে পেলেন?
আরও পড়ুন - কথা বলার সময় এই ভুলগুলি এড়িয়ে চলুন, সহজেই করতে পারবেন ইমপ্রেস