
School Closed Fake News: সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা খবরে দাবি করা হচ্ছে, দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণে স্কুল-কলেজ বন্ধ রাখা হচ্ছে। কিন্তু প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এ ধরনের সব খবরকে ভুয়ো বলে জানিয়েছে। পিআইবি স্কুল-কলেজ বন্ধ এবং লকডাউনের সম্ভাবনা সম্পর্কে প্রচারিত সংবাদকে ভুয়ো বলে অভিহিত করেছে এবং এ জাতীয় সমস্ত দাবি অস্বীকার করেছে। পিআইবি ট্যুইট করেছে, 'সোশ্যাল মিডিয়ায় অনেক খবর শেয়ার করা হচ্ছে দাবি করে যে #Covid19- এর কারণে দেশে লকডাউন থাকবে এবং স্কুল-কলেজ বন্ধ থাকবে। এই সব দাবি ভুয়ো, এগুলি শেয়ার করা থেকে বিরত থাকুন।"
পিআইবি দাবি করেছে যে এই সমস্ত দাবিগুলি ভুয়ো এবং করোনা সম্পর্কিত এ জাতীয় কোনও খবর শেয়ার করার আগে প্রত্যেকেরই সত্যতা যাচাই করা উচিত। PIB Fact Check- এই দাবির সত্যতা যাচাই করেছে। দাবি করা হচ্ছিল, সরকার আগামী ১৫ দিনের জন্য স্কুল-কলেজ বন্ধের ঘোষণা করছে। পিআইবি স্পষ্ট করে দিয়েছে, সকলের মনে রাখা উচিত যে এই ধরনের কোন ঘোষণা করা হয়নি এবং এই সমস্ত দাবি সম্পূর্ণ মিথ্যা।
প্রসঙ্গত ঠান্ডা এবং কুয়াশার পরিপ্রেক্ষিতে উত্তর ভারতের অনেক রাজ্যে শীতকালীন ছুটিতে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, পঞ্জাব, রাজস্থান, বিহার ও ঝাড়খণ্ডে শীতের ছুটি ঘোষণা করা হয়েছে। অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং শীতকালীন ছুটির তারিখও বিভিন্ন জেলায় ভিন্ন।