Advertisement

Primary Semester: এবার প্রাইমারিতেও সেমিস্টার, বড় ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের

প্রাইমারিতেও চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা। নয়া পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। অর্থাৎ, এবার থেকে প্রাথমিকে একই ক্লাসে দু'বার করে পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি চালু হবে।

প্রাইমারিতেও এবার সেমিস্টার ব্যবস্থা।প্রাইমারিতেও এবার সেমিস্টার ব্যবস্থা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Dec 2024,
  • अपडेटेड 6:34 PM IST

প্রাইমারিতেও চালু হচ্ছে সেমিস্টার ব্যবস্থা। নয়া পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। অর্থাৎ, এবার থেকে প্রাথমিকে একই ক্লাসে দু'বার করে পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নতুন পদ্ধতি চালু হবে। সর্বভারতীয় স্তরে প্রতিযোগিতার কথা মাথায় রেখেই সেমিস্টার সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কোন কোন ক্লাসে সেমিস্টার?
ক্লাস ওয়ান থেকেই সেমিস্টার সিস্টেম চালু হয়ে যাবে। ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই এটা লাগু হবে। প্রতি ক্লাসে বছরে ২টি পরীক্ষা হবে। জুন মাসে প্রথম পরীক্ষা হবে। এরপর জুলাই থেকে নতুন সেমিস্টার। ডিসেম্বরে আবার পরীক্ষা। এরপর আবার জুন পর্যন্ত আরও এক সেমিস্টার। এভাবেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের মতো পরীক্ষার কাঠামো হবে প্রাথমিকে। 

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। 

সেমিস্টার সিস্টেমের কারণ কী?
গৌতম পাল জানিয়েছেন, সর্বভারতীয় স্তরে ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়েই এই সিদ্ধান্ত। NCRT জাতীয় শিক্ষা নীতির ওপর ভিত্তি করে একটি কাঠামো তৈরি করেছে।

পরীক্ষা কীভাবে হবে?
পর্ষদের তৈরি একটি পেপারেই গোটা রাজ্যে পরীক্ষা নেওয়া হবে। এর ফলে রাজ্যজুড়ে সমস্ত স্কুলে পরীক্ষার মান একই থাকবে। শুধু তাই নয়, বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ছাত্রছাত্রীদের ছোট থেকেই বোর্ড পরীক্ষার প্রতি ভীতি কেটে যাবে। এর পাশাপাশি মার্কশিটে ক্রেডিট পয়েন্টসের একটি নতুন সিস্টেম চালু করা হচ্ছে। সর্বভারতীয় পরীক্ষার ক্ষেত্রে এই ক্রেডিট পয়েন্ট কাজে লাগবে।  

Read more!
Advertisement
Advertisement