Advertisement

Wb Tet Latest Update : প্রাইমারি TET-এর ফর্ম কী কী কারণে বাতিল হতে পারে, আবেদনের আগে জানুন

প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য (Primary Teachers Tet) টেট (TET) এর আবেদন পত্র জমা নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৪ তারিখ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এবছর মোট ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে রাজ্য। সুতরাং, লাখ লাখ পরীক্ষার্থী এবার আবেদন করবেন (How To Apply Primary Tet)। তবে আবেদন করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতেই হবে। না হলে আপনার আবেদন বাতিলও হতে পারে।

ফাইল ছবি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Oct 2022,
  • अपडेटेड 2:49 PM IST
  • প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য (Primary Teachers Tet) টেট (TET) এর আবেদন পত্র জমা নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ
  • কী কী কারণে ফর্ম বাতিল হতে পারে
  • পূরণ করার আগে জেনে নিন

প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য (Primary Teachers Tet) টেট (TET) এর আবেদন পত্র জমা নেওয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৪ তারিখ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এবছর মোট ১১ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগ করবে রাজ্য। সুতরাং, লাখ লাখ পরীক্ষার্থী এবার আবেদন করবেন (How To Apply Primary Tet)। তবে আবেদন করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতেই হবে। না হলে আপনার আবেদন বাতিলও হতে পারে। 

আবেদনের ক্ষেত্রে কী কী গুরুত্বপূর্ণ ? 

আপনারা জানেন যে, প্রাইমারি টেটের জন্য অনলাইনেই সরাসরি করা যাবে আবেদন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.wbbpeonline.com/) যেতে হবে। সেখানে মেল আইডি ও ফোন নম্বর দেওয়ার পর আপনার ফোন নম্বরে একটি OTP আসবে। সেটা OPT দেওয়ার পরই খুলে যাবে আবেদন পত্রের পেজ। সেখানে আবেদন করতে হবে। 

আরও পড়ুন

আবেদনের পেজ খুললেন * Details are mandatory লেখা রয়েছে পেজের ডানদিকের উপরে। অর্থাৎ সেই কলামে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে, সেগুলো পূরণ করা বাধ্যতামূলক। সেগুলো পূরণ না করলে বা ভুল হলে আবেদনপত্র বাতিল হতে পারে। 

কীভাবে বুঝবেন যে এই কলামগুলো গুরুত্বপূর্ণ? 

আবেদনপত্রের পেজে যে সব জায়গায় স্টার মার্কস দেওয়া আছে সেগুলো পূরণ করা বাধ্যতামূলক। তার স্ক্রিনশট নিচে দেওয়া হল। 

আবেদনপত্রের পেজে পোস্টাল অ্যাড্রেসের জায়গাতে হাউস নাম ও ব্লকের কাছে স্টার মার্কস দেওয়া নেই। তাই সেটি পূরণ না করলেও চলে যাবে। তবে বাকি কলামগুলো পূরণ করতেই হবে। তারও স্ক্রিনশর্ট নিচে দেওয়া হল। 

Advertisement

এছাড়াও কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তাও বলা আছে পেজে। সেগুলোও আপলোড করতে হবে। তবে সাইজের সীমা রয়েছে। যে ডকুমেন্ট জমা দেবেন তার সাইজ বেশি হলে সেগুলো আপলোড হতে নাও পারে। তাই এদিকটাতেও খেয়াল রাখতে হবে আবেদনকারীদের। 

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আগেই জানিয়েছিলেন, ১১ ডিসেম্বর TET পরীক্ষা হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অ্যাড হক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ১১ ডিসেম্বর নেওয়া হবে টেট পরীক্ষা। লক্ষ্মীপুজোর পরেই শুরু হবে রেজিস্ট্রেশন। পর্ষদের পোর্টালেই আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। লক্ষ্মীপুজোর পরে পোর্টাল খুলে দেওয়া হবে। সেখানেই নাম নথিভূক্ত করা যাবে। অ্যাডমিট কার্ডও ওই পোর্টাল থেকেই ডাউনলোড করা যাবে। সেই ঘোষণা মতোই আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 


 
Read more!
Advertisement
Advertisement