Advertisement

Primary TET: TET পরীক্ষার দিন বদলে গেল, নতুন তারিখ ঘোষণা পর্ষদের, কবে?

Primary TET: ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার সূচি বদলে গেল। আগামী ১০ ডিসেম্বর, ২০২৩ প্রাথমিকের টেট পরীক্ষা হওয়ার ছিল। কিন্তু ওই সূচি পরিবর্তিত হয়েছে। সোমবার টেট পরীক্ষার সূচি পরিবর্তনের সিদ্ধান্তের কথা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে।

২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার সূচি বদলে গেল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Dec 2023,
  • अपडेटेड 4:51 PM IST
  • ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার সূচি বদলে গেল।
  • আগামী ১০ ডিসেম্বর, ২০২৩ প্রাথমিকের টেট পরীক্ষা হওয়ার ছিল।
  • কিন্তু ওই সূচি পরিবর্তিত হয়েছে।

Primary TET: ২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার (Primary TET 2023) সূচি বদলে গেল। আগামী ১০ ডিসেম্বর, ২০২৩ প্রাথমিকের টেট পরীক্ষা হওয়ার ছিল। কিন্তু ওই সূচি পরিবর্তিত হয়েছে। সোমবার টেট পরীক্ষার সূচি পরিবর্তনের সিদ্ধান্তের কথা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো নতুন সূচি অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। পরীক্ষা শুরু হবে ২৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে। যদিও কেন আচমকা টেট পরীক্ষার সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হল, তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। পর্ষদ সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পরীক্ষার পলিসিগত কারণে এই সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বাংলায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইতিমধ্যেই প্রচুর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি। তাঁর জায়গায় নতুন পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন গৌতম পাল। দায়িত্ব নেওয়ার পর গৌতম পাল প্রথম সাংবাদিক বৈঠকেই পর্ষদে স্বচ্ছতা ফেরানোর ক্ষেত্রে তাঁর ইচ্ছার কথা জানিয়ে দেন। প্রতি বছরই টেট পরীক্ষা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছিলেন তিনি।

গৌতম পাল পর্ষদ সভাপতির দায়িত্ব নেওয়ার পর ২০২২ সালেও টেট পরীক্ষা নেওয়া হয়। যদিও ২০২২-এর টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। এখনও থমকে ২০১৭ সালের টেট-এর নিয়োগও। এ সবেরই মধ্যে ফের ২০২৩ সালে নতুন করে টেট পরীক্ষা নিতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রথমে ১০ ডিসেম্বর এই টেট পরীক্ষা হবে বলে ঠিক ছিল। এরপর সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হল যে, টেট পরীক্ষার সূচি বদলে ফেলা হয়েছে। টেটের নতুন সূচি অনুযায়ী, পরীক্ষা নেওয়া হবে আগামী ২৪ ডিসেম্বর,২০২৩।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement