Advertisement

West Bengal Primary TET 2022: কী নিয়ে ঢোকা যাবে না পরীক্ষার হলে? TET নিয়ে একাধিক নির্দেশিকা পর্ষদের

হাতে আর মাত্র কয়েকদিন। আগামী ১১ ডিসেম্বরের প্রাথমিকের টেট পরীক্ষা (West Bengal Primary TET 2022)। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার তারা আগেভাগেই ব্যবস্থা নিল।

TET নিয়ে একাধিক নির্দেশিকা পর্ষদেরTET নিয়ে একাধিক নির্দেশিকা পর্ষদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Dec 2022,
  • अपडेटेड 4:38 PM IST
  • মোট ১ হাজার ৪৫৩টি পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হবে
  • পরীক্ষায় বসবেন প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী


হাতে আর মাত্র কয়েকদিন। আগামী ১১ ডিসেম্বরের প্রাথমিকের টেট পরীক্ষা (West Bengal Primary TET 2022)। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আরও সতর্ক পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার তারা আগেভাগেই ব্যবস্থা নিল। এবার বিশেষ সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। টেট (WB Primary TET 2022) পরীক্ষার জন্য কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষার্থীদের বায়োমেট্রিক অথনটিকেশন (Biometrics Authentication) বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি থাকা বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে পর্ষদ।

কোন কোন জিনিসে নিষেধাজ্ঞা (Prohibited Items Banned At TET Centres): 

পরীক্ষার হলের মধ্যে কোন কোন জিনিস নিয়ে ঢোকা যাবে না, তাও নির্দেশিকায় জানিয়েছে পর্ষদ। তারা জানিয়েছে, পরীক্ষার হলে হাতঘড়ি, ওালেট, গগলস,হাতব্যাগ, সোনার গয়না, পেন্সিল, প্লাস্টিক পাউচ, জলের বোতল, জ্যামিটি বাক্স নিয়ে ঢোকা যাবে না।

আরও পড়ুন

এছাড়াও, সাদা পাতা, স্কেল, লেখার প্যাড, হেডফোন, পেজারস, মোবাইল ফোন, ক্যামেরা, ব্লু-টুথ ডিভাইস নিয়ে হলে ঢোকা যাবে না। হলের বাইরে রেখেই যেতে হবে এসব জিনিস। তার জন্য পরীক্ষার্থীদের টোকেন দেওয়া হবে। পরীক্ষার পর টোকেন দেখিয়ে জিনিস ফিরে পাওয়া যাবে। 

মোট ১ হাজার ৪৫৩টি পরীক্ষা কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় বসবেন প্রায় ৭ লাখ চাকরিপ্রার্থী। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের প্রবেশ ও বাহির পথে সিসিটিভি লাগানো থাকবে। পাশাপাশি পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা করা বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে থাকা প্রতিটি শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীকে গলায় বৈধ পরিচয়পত্র ঝুলিয়ে রাখতে হবে।

পরীক্ষা চলাকালীন সকাল ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের আশপাশে কোনও জেরক্সের দোকান খোলা রাখা যাবে না। এটা নিশ্চিত করতে বলা হয়েছে স্থানীয় প্রশাসনকে। 

ইতিমধ্যেই প্রাথমিকের টেটের অ্যাডমিট কার্ড (WB Primary TET Admit Card 2022) দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারা যাবে। অ্যাডমিট কার্ডেও উল্লেখ থাকছে একাধিক বিধিনিষেধের বিষয়টি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement