Advertisement

Bank Job News: এক লক্ষ টাকা পর্যন্ত মাইনে! পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে নিয়োগ@punjabandsind.bank.in

Punjab and Sind Bank SO 2025: পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ। ক্রেডিট ম্যানেজার এবং এগ্রিকালচার ম্যানেজার পদে মোট ১৯০ জনের ভ্যাকেন্সি রয়েছে। ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

হাতে আর মাত্র কয়েকদিন, তাড়াতাড়ি করুন।হাতে আর মাত্র কয়েকদিন, তাড়াতাড়ি করুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 3:54 PM IST
  • পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ।
  • ক্রেডিট ম্যানেজার এবং এগ্রিকালচার ম্যানেজার পদে মোট ১৯০ জনের ভ্যাকেন্সি রয়েছে।
  • ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Punjab and Sind Bank SO 2025: পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ। ক্রেডিট ম্যানেজার এবং এগ্রিকালচার ম্যানেজার পদে মোট ১৯০ জনের ভ্যাকেন্সি রয়েছে। ইতিমধ্যেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। হাতে আর বেশি সময় নেই। আগামী ১০ অক্টোবর ২০২৫ ই আবেদনের শেষ দিন। অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ অনলাইনে। 

কোন কোন পদে চাকরি? 
ব্যাঙ্কের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী দু'টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটি হল ক্রেডিট ম্যানেজার (MMGS II)। অপরটি হল এগ্রিকালচার ম্যানেজার (MMGS II)। দেশের বিভিন্ন রাজ্যে পোস্টিং দেওয়া হবে। চাকরির প্রথম এক বছর প্রার্থীদের ‘প্রবেশন’ পিরিয়ডে রাখা হবে।

মাসে মাইনে কত?(Punjab and Sind Bank salary details)
মাসে ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত মাইনে। অর্থাৎ মাসে প্রায় এক লক্ষ টাকা পর্যন্ত মাইনে। এর পাশাপাশি ব্যাঙ্কের নিয়মমাফিক অন্যান্য অ্যালাওয়েন্সও পাবেন। ফলে মাইনে এক লক্ষ টাকা ছাড়িয়েও যেতে পারে।

এলিজিবিলিটি ক্রাইটেরিয়া
আবেদনকারীদের নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে রিজার্ভেশন আছে এমন প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমায় ছাড় থাকছে। এক্ষেত্রে উল্লেখ্য, প ক্রেডিট ম্যানেজার পদে আবেদনকারীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি  থাকতে হবে। এর পাশাপাশি থাকতে হবে অন্তত তিন বছরের পেশাদার অভিজ্ঞতা। অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনের PDF ডাউনলোড করুন।

অ্যাপ্লিকেশন ফি
জেনারেল কাস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি ৮৫০ টাকা। সংরক্ষণ থাকলে সেক্ষেত্রে আবেদন ফি ১০০ টাকা।

কীভাবে আবেদন করবেন?

1. ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট [punjabandsindbank.co.in](https://punjabandsindbank.co.in) এ যান।

2. নোটিফিকেশন ভালোভাবে পড়ে অনলাইন ফর্ম পূরণ করুন।

3. প্রয়োজনীয় নথি আপলোড করুন।

4. নির্ধারিত ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন।

5. ভবিষ্যতের জন্য ফর্মের প্রিন্টআউট রেখে দিন।

গুরুত্বপূর্ণ তারিখ(Important Dates)
নোটিফিকেশন:  ১৮ সেপ্টেম্বর ২০২৫ 
আবেদন শুরু:  ১৯ সেপ্টেম্বর ২০২৫ 
ফর্ম ফিল আপের Last Date:  ১০ অক্টোবর ২০২৫ 
Fee জমা দেওয়ার Last Date:  ১০ অক্টোবর ২০২৫ 
পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড প্রকাশের দিন পরে জানানো হবে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement