Punjab and Sind Bank Recruitment 2025: স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ক্রেডিট ম্যানেজার এবং এগ্রিকালচার ম্যানেজার, এই দুই পদে মোট ১৯০ জনকে নিয়োগ করা হবে। আবেদনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
কোন কোন পদে নিয়োগ?
দু'টি পদমর্যাদায় নিয়োগ করা হবে,
১. ক্রেডিট ম্যানেজার (MMGS II)
২. এগ্রিকালচার ম্যানেজার (MMGS II)
দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ থাকবে। প্রথম এক বছর প্রার্থীদের ‘প্রবেশন’ এ রাখা হবে।
মাইনে কত?
ব্যাঙ্কের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী, মাসিক বেতন হবে ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত। সঙ্গে সরকারি নিয়মে অন্যান্য ভাতাও পাবেন।
যোগ্যতা
আবেদনকারীর বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে নিয়মমাফিক ছাড় থাকবে।
ক্রেডিট ম্যানেজার পদে আবেদনকারীদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর পাশাপাশি থাকতে হবে অন্তত তিন বছরের পেশাদার অভিজ্ঞতা। অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশনের PDF ডাউনলোড করুন।
আবেদন ফি
রিজার্ভেশন থাকা প্রার্থীদের জন্য ১০০ টাকা। জেনারেল এবং অন্যান্য প্রার্থীদের জন্য ৮৫০ টাকা।
সিলেকশন প্রসেস
কয়েকটি ধাপে প্রার্থীদের বাছাই করা হবে,
1. অনলাইন লিখিত পরীক্ষা
2. স্ক্রিনিং
3. ইন্টারভিউ
4. চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
কীভাবে আবেদন করবেন?
সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে।
1. পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট [punjabandsindbank.co.in] এ গিয়ে নোটিফিকেশন ভাল করে পড়ে নিন।
2. অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
3. প্রয়োজনীয় নথি আপলোড করুন।
4. আবেদন ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করুন।
5. ভবিষ্যতের জন্য আবেদনপত্রের প্রিন্টআউট রেখে দিন।
তারিখগুলো মাথায় রাখুন
নোটিফিকেশন প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫
আবেদন শুরু: ১৯ সেপ্টেম্বর ২০২৫
ফর্ম ফিল আপের শেষ দিন: ১০ অক্টোবর ২০২৫
ফি জমা দেওয়ার শেষ দিন: ১০ অক্টোবর ২০২৫
পরীক্ষার তারিখ ও অ্যাডমিট কার্ড প্রকাশের দিন পরে জানানো হবে।
চাকরিপ্রার্থীরা অবশ্যই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত নজর রাখুন।