
Purba Medinipur recruitment 2026: পূর্ব মেদিনীপুর জেলায় চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ। স্বাস্থ্য়ক্ষেত্রে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বের হয়েছে জেলার সরকারি ওয়েবসাইটে। প্রতিবেদনের একেবারে শেষে সেই অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হল। সেটি দেখতে নিচ পর্যন্ত অবশ্যই স্ক্রল করুন। সেখানে জানানো হয়েছে, জেলার বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পে কাজের জন্য একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জেলা সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম স্বাস্থ্যজেলায় এই নিয়োগ প্রক্রিয়া হবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার, যোগ প্রশিক্ষক, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, ডেন্টাল সার্জেন, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট (আরবান) এবং কাউন্সেলর; এই মোট ১২টি পদে নিয়োগ করা হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৩৯। নির্বাচিত প্রার্থীরা জাতীয় স্বাস্থ্য মিশন, আয়ুষ মিশন এবং অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতায় কাজের সুযোগ পাবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিভিন্ন পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়সসীমা নির্দিষ্ট করা হয়েছে। পদ অনুযায়ী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৪০ বছর থেকে সর্বাধিক ৬৭ বছরের মধ্যে হতে হবে।
সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। তবে কোন পদে কতটা বয়সছাড় মিলবে, তারও বিস্তারিত উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
স্যালারি কত?
বেতন কাঠামো পদ অনুযায়ী। পদ অনুযায়ী মাসিক বেতন ১০,০০০ টাকা থেকে শুরু করে সর্বাধিক ৬০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। টেকনিসিয়ান, অ্যাসিন্টান্ট জাতীয় পদে বেতন কম। অন্যদিকে চিকিৎসকদের চাকরির ক্ষেত্রে বেতন সর্বাধিক। কোন পদে কত বেতন মিলবে, তারও বিস্তারিত তালিকা দেওয়া রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে।
যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে ভিন্ন ভিন্ন শর্ত। যেমন, মাল্টিরিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে আবেদন করতে হলে প্রার্থীদের ফিজ়িয়োথেরাপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে দু’বছর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অন্যান্য পদগুলির ক্ষেত্রেও আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার মাপকাঠি রয়েছে। আবেদন জানাতে হলে প্রার্থীদের জেলার সরকারি ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় সমস্ত নথি আপলোড করতে হবে। রিজার্ভেশন থাকলে আবেদন ফি ৫০ টাকা। জেনারেল কাস্টের জন্য আবেদন ফি ১০০ টাকা। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এই তারিখের পর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে শিক্ষাগত যোগ্যতা, পেশার অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল সিলেকশন করা হবে।
অফিসিয়াল নোটিফিকেশনের PDF:View PDF
নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জানতে অবশ্য মূল বিজ্ঞপ্তি দেখে নিন।