
পুরুলিয়া জেলায় চাকরির সুযোগ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে Vacancy। জাতীয় স্বাস্থ্য মিশন (NHM) এর অধীনে একাধিক চুক্তিভিত্তিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতেই আবেদন করতে হবে। ২৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১০টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। যদিও অনলাইন রেজিস্ট্রেশনের শেষ দিন ৮ জানুয়ারি। রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। ই-গভর্ন্যান্স সেকশনের মধ্যে ‘Online Recruitment’ লিঙ্কের মাধ্যমেই আবেদন করতে হবে। কোনওভাবেই কাগজে আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীদের আলাদা করে কোনও নথি ডাকযোগে পাঠানোর প্রয়োজন নেই। তবে নথি যাচাইয়ের সময় প্রার্থীকে স্বশরীরে হাজির থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হল।
মোট ১০টি শূন্যপদ রয়েছে। মেল কাউন্সেলর, ফিমেল কাউন্সেলর, সাইকোলজিস্ট, অডিয়োলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট এবং সোশ্যাল ওয়ার্কার, এই ছ’টি পদে নিয়োগ হবে। জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করতেই এই পদগুলিতে নিয়োগের সিদ্ধান্ত।
বয়সসীমা ধরা হয়েছে ২০ থেকে ৪০ বছর। যদিও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে। পারিশ্রমিকও পদভেদে আলাদা। মাসে ন্যূনতম ১৮ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ২৮ হাজার টাকা পর্যন্ত বেতন।
যোগ্যতার ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত। যেমন, সাইকোলজিস্ট পদে আবেদনের জন্য মনোবিদ্যায় স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য পদগুলির ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার বিস্তারিত তথ্য মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। আবেদন করার আগে সেই নির্দেশিকা ভাল করে পড়ে নিন।
আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি স্থানীয় ভাষা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা বাধ্যতামূলক। নথি যাচাইয়ের দিন অনলাইন থেকে ডাউনলোড করা আবেদনপত্রের স্বপ্রত্যয়িত কপি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সমস্ত মার্কশিট ও সার্টিফিকেট, ভোটার আইডি বা আধার কার্ড, অভিজ্ঞতার শংসাপত্র, জাতিগত শংসাপত্র, ইডব্লিউএস বা পিডব্লিউডি সার্টিফিকেট; সবকিছুই জমা দিতে হবে। কোনও নথি অসম্পূর্ণ হলে প্রার্থীপদ বাতিল হবে বলেও জানানো হয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইটে যেতে এখানে ক্লিক করুন: