Advertisement

Group C Recruitment in Railway: রেলের গ্রুপ C নিয়োগে দুর্নীতি? পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করল RRB

রেল পরীক্ষায় অনিয়ম হয়েছে, তাই রেল বোর্ড পরীক্ষা বাতিলের চরম সিদ্ধান্ত নিল ৷ গত ৪ মার্চ রেলের গ্রুপ-সি'র যে যে বিভাগে পরীক্ষা হয়েছিল তা বাতিল করার কথা জানিয়েছে ভারতীয় রেল ৷ রেল বোর্ডের তরফে বুধবার জানানো হয়েছে, ওই পরীক্ষায় 'অনিয়ম' হয়েছে, তাই ফের পুনর্বিবেচনা করা হবে ৷ পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত কোনও নতুন রেলের গ্রপ-সি'র কোনও নতুন করে পরীক্ষা হবে না ৷

গ্রুপ সি নিয়োগের নির্বাচন প্রক্রিয়া বাতিল করল বোর্ডগ্রুপ সি নিয়োগের নির্বাচন প্রক্রিয়া বাতিল করল বোর্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2025,
  • अपडेटेड 12:40 PM IST

রেল পরীক্ষায় অনিয়ম হয়েছে, তাই রেল বোর্ড পরীক্ষা বাতিলের চরম সিদ্ধান্ত নিল ৷ গত ৪ মার্চ রেলের গ্রুপ-সি'র যে যে বিভাগে পরীক্ষা হয়েছিল তা বাতিল করার কথা জানিয়েছে ভারতীয় রেল ৷ রেল বোর্ডের তরফে বুধবার জানানো হয়েছে, ওই পরীক্ষায় 'অনিয়ম' হয়েছে, তাই ফের পুনর্বিবেচনা করা হবে ৷ পরবর্তী নির্দেশ না-দেওয়া পর্যন্ত কোনও নতুন রেলের গ্রপ-সি'র কোনও নতুন করে পরীক্ষা হবে না। রেলওয়ে বোর্ড গ্রুপ 'সি' পদের জন্য সমস্ত মুলতুবি বিভাগের নিয়োগ বাতিল করেছে যা ৪ মার্চের মধ্যে চূড়ান্ত এবং অনুমোদিত হয়নি। কর্মকর্তাদের মতে, এই সিদ্ধান্ত রেল মন্ত্রকের  একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বুধবার বোর্ড সমস্ত রেলওয়ে জোনের জেনারেল ম্যানেজারদের কাছে একটি সার্কুলার জারি করে বলেছে, "সাম্প্রতিক অতীতে বিভাগীয় নির্বাচনে বেশ কিছু অনিয়ম ধরা পড়েছে, যার কারণে বিভাগীয় নির্বাচন কাঠামো পর্যালোচনা করা হবে। সমস্ত মুলতুবি নির্বাচন/ LDCEs/GDCEs (গ্রুপ সি-তে) যা ০৪.০৩.২০২৫ সালের মধ্যে চূড়ান্তভাবে অনুমোদিত হয়নি তা বাতিল বলে গণ্য করা হবে।"

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া শুরু হবে না
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "পরবর্তী আদেশ জারি না হওয়া পর্যন্ত কোনও নতুন নির্বাচন প্রক্রিয়া শুরু করা হবে না। নির্বাচন প্রক্রিয়া নিয়ন্ত্রণের জন্য আরও আদেশ জারি করা হবে।" এর আগে, রেলপথ মন্ত্রক একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB) কে কেন্দ্রীভূত কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে সমস্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা করার নির্দেশ দেয়।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ২৬ জন কর্মকর্তা গ্রেফতার
উত্তর প্রদেশের মুঘলসরাইতে ২৬ জন রেল কর্মকর্তাকে গ্রেফতার এবং ১.১৭ কোটি টাকার নগদ অর্থ জব্দের ঘটনায় সিবিআই অভিযানের প্রেক্ষাপটে এই দুটি সিদ্ধান্তই নেওয়া হয়েছে। পূর্বে বিভাগীয় পদোন্নতি পরীক্ষাগুলি রেলওয়ে বিভাগ এবং জোন দ্বারা অভ্যন্তরীণভাবে পরিচালিত হত এবং সাম্প্রতিক সময়ে এই পরীক্ষাগুলিতে দুর্নীতি এবং অন্যায় উপায় ব্যবহারের বেশ কয়েকটি অভিযোগ উঠে এসেছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement