Advertisement

Railway Recruitment: রেলে প্রায় ৯ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, কোথায় কত শূন্যপদ? জানুন বিস্তারিত

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এ বার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে NTPC-তে ৮৮৭৫টি পদের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫৮১৭টি পদ হল স্নাতক পাশদের জন্য। আর ৩০৫৮টি পদে আন্ডারগ্র্যাজুয়েটরা আবেদন জানাতে পারবে।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 29 Sep 2025,
  • अपडेटेड 11:25 AM IST
  • রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে NTPC-তে ৮৮৭৫টি পদের ঘোষণা করা হয়েছে
  • এর মধ্যে ৫৮১৭টি হল পদ স্নাতক পাশদের জন্য।
  • ৩০৫৮টি পদে আন্ডারগ্র্যাজুয়েটরা আবেদন জানাতে পারবে

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এ বার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে NTPC-তে ৮৮৭৫টি শূন্যপদ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৫৮১৭টি পদ হল স্নাতক পাশদের জন্য। আর ৩০৫৮টি পদে আন্ডারগ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবে।

স্নাতক স্তরে সবথেকে বেশি লোক নিয়োগ হবে গুডস গার্ড হিসাবে। সেখানে খালি পদের সংখ্যা ৩৪২৩। এছাড়া অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদে ৯২১টি পোস্ট এবং স্টেশন মাস্টার পদে ৬১৫টি পোস্ট খালি রয়েছে।

এছাড়া গ্র্যাজুয়েট পোস্টের মাধ্যমে মেট্রো রেলের সিনিয়র ক্লার্ক-কাম টাইপিস্ট হিসাবে ৬৩২ জন, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজাইর পদে ১৬১ জন এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট পদে ৫৯ জনকে নেওয়া হবে। 

ওদিকে আন্ডারগ্র্যাজুয়েট স্তরে সবথেকে বেশি নিয়োগ হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদে। সেখানে শূন্য পদের সংখ্যা ২৪২৪। এছাড়া অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট পদে ৩৯৪ জন, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে ১৬৩ জন, ট্রেন ক্লার্ক পদে ৭৭ জন নেওয়া হবে। 

রেল বোর্ড এই বিষয়ে দেশের সমস্ত জোনকে SC, ST OBC, EWS-এর সংরক্ষণ নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে। 

লোকাল ট্রেন

কী ভাবে করবেন অ্যাপ্লাই?

  • www.rrbcdg.gov.in-এ যান।
  • সেখানে হোমপেজের হাইলাইটেড লিঙ্ক ট্যাবে ক্লিক করুন।
  • নিজের ইমেএল এবং মোবাইল নম্বর রেজিস্টার করুন।
  • ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, পোস্ট এবং পরীক্ষার তথ্য পূরণ করুন।
  • নিজের ফটো এবং সই আপলোড করুন।
  • অনলাইনেই পরীক্ষার ফি দিন।
  • এরপর নিজের কাছে রেকর্ড হিসাবে একটা কপি প্রিন্ট করে নিন।
  • ব্যাস, হয়ে গেল আপনার ফর্ম ফিলআপ। এরপর নির্দিষ্ট সময়ে অ্যাডমিট কার্ড বের করে নেবেন।

অ্যাপ্লিকেশন ফি কত? 
RRB NTPC 2025-এর জেনেরালে, ওবিসি এবং ইডব্লুএস পরীক্ষার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে।
এসসি, এসটি, বিশেষ ভাবে সক্ষম, মহিলা এবং এক্স সার্ভিসম্যানদের পরীক্ষার জন্য খরচ করতে হবে ২৫০ টাকা।

পরীক্ষার ধরন
দুই ফেজে রেলের এই পরীক্ষা হবে বলে খবর। 

CBT 1 স্ক্রিনিং টেস্ট
মোট প্রশ্ন- ১০০
জেনারেল অ্যাওয়ারনেস- ৪০
অঙ্ক- ৩০
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং- ৩০
সময়- ৯০ মিনিট
নেগেটিভ মার্ক- ০.২৫ প্রতিটি ভুল উত্তরের জন্য

CBT 2 (পোস্ট স্পেশিফিক টেস্ট)
মোট প্রশ্ন- ১২০
জেনারেল অ্যাওয়ারনেস- ৫০
অঙ্ক- ৩৫
জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং- ৩৫
সময়- ৯০ মিনিট
নেগেটিভ মার্ক- ০.২৫ প্রতিটি ভুল উত্তরের জন্য।

 


 

Read more!
Advertisement
Advertisement