Advertisement

RBI Job News: রিজার্ভ ব্যাঙ্কে Attendant পদে চাকরি, মাধ্যমিক পাশেই ৪৬,০২৯ টাকা মাইনে

RBI Office Attendant Recruitment 2026: রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ। অফিস অ্যাটেন্ডান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে নোটিফিকেশন বের হয়েছে। কলকাতা সহ দেশজুড়ে বিভিন্ন লোকেশনে প্লেসমেন্ট হবে। 

সিলেকশন হলে শুরুতেই মাসে ৪৬,০২৯ টাকা বেতন দেওয়া হবে।সিলেকশন হলে শুরুতেই মাসে ৪৬,০২৯ টাকা বেতন দেওয়া হবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 1:41 PM IST
  • রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ।
  • অফিস অ্যাটেন্ডান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
  • ইতিমধ্যেই রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে নোটিফিকেশন বের হয়েছে।

RBI Office Attendant Recruitment 2026: রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরির সুযোগ। অফিস অ্যাটেন্ডান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই রিজ়ার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে নোটিফিকেশন বের হয়েছে। কলকাতা সহ দেশজুড়ে বিভিন্ন লোকেশনে প্লেসমেন্ট হবে। কলকাতায় এই পদে মোট ৯০ জনকে নিয়োগ করা হবে। শুধু কলকাতাই নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকেও কর্মী নেওয়া হবে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৫৭২। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিলেকশন হলে শুরুতেই মাসে ৪৬,০২৯ টাকা বেতন দেওয়া হবে। ভারত, নেপাল এবং ভুটানের নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। ১ জানুয়ারি, ২০২৬ অনুযায়ী বয়স গণনা করা হবে। তবে রিজ়ার্ভ ব্যাঙ্কের নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী রিজার্ভেশন থাকা চাকরিপ্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে। আবেদনকারীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদন করার আগে মূল বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিন। নিচে অফিসিয়াল নোটিফিকেশনের PDF এবং আবেদনের লিঙ্ক দেওয়া হল। 

অফিসিয়াল নোটিফিকেশন: View PDF

আবেদনের লিঙ্ক: CLICK HERE

আবেদনের শেষ দিন
১৫ জানুয়ারি, ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে। অ্যাপ্লাই করার শেষ দিন আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২৬। এই দিন আবেদন ফি জমা দেওয়ারও শেষ তারিখ।

প্রথমে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রবেশ করে সেখানে দেওয়া নির্দেশিকা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন ফি
জেনারেল, ইডব্লিউএস এবং ওবিসি শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ৪৫০ টাকা। সঙ্গে অতিরিক্ত ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য। অন্যদিকে এসসি, এসটি, প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মী ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের আবেদন ফি ৫০ টাকা। ১৮ শতাংশ জিএসটি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই দিয়ে ফি জমা দেওয়া যাবে।

কীভাবে নিয়োগ
মোট দু’টি ধাপে টেস্ট হবে। প্রথমে অনলাইন লিখিত পরীক্ষা নেওয়া হবে। ওই পরীক্ষায় লজিক, নিউমেরিকাল এবিলিটি, ইংরেজি ভাষা এবং সাধারণ জ্ঞান সংক্রান্ত প্রশ্ন থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে ডাকা হবে। সেখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। সেখানে সংশ্লিষ্ট অফিসের স্থানীয় ভাষায় পড়া, লেখা এবং কমিউনিকেশনের দক্ষতা যাচাই করা হবে। অনলাইন পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ, ২০২৬। পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। ফল প্রকাশের তারিখ পরে জানানো হবে। অনেকটা SSC CHSL জাতীয় পরীক্ষার প্রস্তুতি থাকলে এই পরীক্ষায় অনায়াসে বসতে পারবেন।

Advertisement

তবে প্রতিযোগিতাও কম হবে না। দশম পাশে এমন বেতনের সুযোগ খুব বেশি আসে না। কেন্দ্রীয় সরকারি চাকরির নিশ্চয়তাও আছে। তাই সময় থাকতেই আবেদন করুন ও প্রস্তুতি শুরু করে দিন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলী এবং নির্দেশিকা জানতে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

Read more!
Advertisement
Advertisement