Advertisement

ONGC Recruitment: ONGC-তে প্রচুর নিয়োগ, শুধু ইন্টারভিউ পাশ করলেই, কীভাবে আবেদন?

অনেকেরই স্বপ্ন সরকারি চাকরি। তাই তো দেশের কোটি কোটি যুবক-যুবতী সরকারি চাকরির জন্য নাওয়া-খাওয়া ভুলে পড়াশোনা করছেন। আর আপনিও যদি সেই দলে থাকেন, তাহলে রয়েছে একটি সুখবর। কারণ, ভারত সরকারের সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ONGC) অ্যাপারিন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি বের করেছে।

ONGC নিয়োগ করছেONGC নিয়োগ করছে
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 20 Oct 2025,
  • अपडेटेड 1:19 PM IST
  • অনেকেরই স্বপ্ন সরকারি চাকরি
  • দেশের কোটি কোটি যুবক-যুবতী সরকারি চাকরির জন্য নাওয়া-খাওয়া ভুলে পড়াশোনা করছেন
  • ভারত সরকারের সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ONGC) অ্যাপারিন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি বের করেছে

অনেকেরই স্বপ্ন সরকারি চাকরি। তাই তো দেশের কোটি কোটি যুবক-যুবতী সরকারি চাকরির জন্য নাওয়া-খাওয়া ভুলে পড়াশোনা করছেন। আর আপনিও যদি সেই দলে থাকেন, তাহলে রয়েছে একটি সুখবর। কারণ, ভারত সরকারের সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ONGC) অ্যাপারিন্টিস পদে নিয়োগ বিজ্ঞপ্তি বের করেছে। তাই আর দেরি না করে আসুন জেনে নেওয়া যাক ঠিক কারা এই পদে অ্যাপ্লাই করতে পারবেন।

কতজনের নিয়োগ হবে?
অ্যাপারিন্টিস পদের জন্য ২৬২৩টি পোস্ট বের করেছে ONGC। এই সব পদেই নিয়োগ হবে।

কী যোগ্যতা লাগবে?
৩ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য।

বয়স কত হতে হবে? 

  • ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। 
  • অপরদিকে সবথেকে বেশি বয়স হতে পারে ২৪ বছর।
  • OBC (নন ক্রিমি লেয়ার) ২৭ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন।
  • বিশেষভাবে সক্ষমরা ৩৪ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

সিলেকশন হবে কীভাবে?

কোনও লেখা পরীক্ষা হবে না। বরং ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ হবে। অর্থাৎ পরীক্ষার্থীদের হাতে রয়েছে বিরাট সুযোগ।

কোন পদে নিয়োগ হবে?
একাধিক পদে অ্যাপারিন্টিস নিয়োগ করবে ONGC। সেগুলি হল, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ফায়ার সেফটি টেকনিশিয়ান, ল্যাব কেমিস্ট অ্যানালিস্ট, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, কম্পিউটার সায়েন্স এক্সিকিউটিভ,  হিউম্যান রিসোর্স এক্সিকিউটিভ, কম্পিটউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিম অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিসিয়ান, ফিটার, ড্রউটসম্যান এবং ইলেকট্রিসিয়ান মেকানিক।

কীভাবে অ্যাপ্লাই করবেন? 
nats.education.gov.in বা www.apprenticeshipindia.gov.in-এ যান। 
এ বার হোম পেজে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে ক্লিক করুন
এর পর অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করুন
সব প্রয়োজনীয় তথ্য দিন
ফটো, সিগনেচার আরও যা যা ডকুমেন্ট প্রয়োজন, সেগুলি আপলোড করুন
অ্যাপ্লিকেশন সেকশন কমপ্লিট হলে ফর্ম সাবমিট করে দিন
ফর্মের একটা প্রিন্ট আউট নিয়ে রাখুন।

ব্যাস, কাজ শেষ। এ বার ইন্টারভিউয়ের জন্য তৈরি হয়ে যান। আশা করছি, আপনি সরকারি চাকরি পেয়েই যাবেন।


 
 

Read more!
Advertisement
Advertisement