RRB Group D Recruitment 2025: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ ডি নিয়োগের অনলাইন রেজিস্ট্রেশনের (RRB Group D Online Registration) শেষ তারিখ বাড়িয়েছে। ২০২৫ সালের এই নিয়োগের জন্য ১ মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। আগে এই সময়সীমা ২২ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত ছিল।
RRB গ্রুপ ডি ২০২৫ রিক্রুটমেন্টের (RRB Group D Recruitment 2025) জন্য মোট ৩২,৪৩৮টি শূন্যপদের ঘোষণা করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা RRB-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।
LINK- CLICK HERE!
RRB গ্রুপ ডি নিয়োগের সিলেকশন প্রসেস:
প্রথম স্টেপ: কম্পিউটার বেসড টেস্ট (CBT)। এই পরীক্ষায় বিজ্ঞান, অঙ্ক, সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং রিজনিং-এর উপর প্রশ্ন থাকে। মোট নম্বর ১৫০।
দ্বিতীয় স্টেপ: শারীরিক সক্ষমতা পরীক্ষা (PET)। CBT উত্তীর্ণ প্রার্থীরাই এই পরীক্ষায় অংশ নিতে পারেন।
তৃতীয় স্টেপ: মেডিক্যাল পরীক্ষা। PET উত্তীর্ণ হলে শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।
RRB গ্রুপ ডি কর্মীদের বেতন: সপ্তম বেতন কমিশন অনুযায়ী RRB গ্রুপ ডি স্তরের ১-এ বেসিক বেতন শুরু ১৮,০০০ টাকা থেকে। অবস্থান অনুযায়ী বেতন ২২,৫০০ থেকে ২৫,৩৮০ টাকার মধ্যে হতে পারে। (RRB Group D Salary Structure)
RRB গ্রুপ ডি কর্মীদের অতিরিক্ত বেনেফিট: বাড়ি ভাড়া ভাতা (HRA), নাইট ডিউটি ভাতা, ওভারটাইম ভাতা (OTA), এবং ৮ কিমির বেশি দূরত্বের ক্ষেত্রে ট্র্যাভেল অ্যালাউন্স দেওয়া হয়। মেডিক্যাল বেনেফিট, সন্তানের পড়াশোনার ভাতা এবং পেনশন স্কিমও রয়েছে। (RRB Group D Benefits)
উপজাতি ও নির্ধারিত এলাকার কর্মীদের জন্যও অতিরিক্ত ভাতা রয়েছে।
আরও বিস্তারিত তথ্যের জন্য RRB-র অফিসিয়াল ওয়েবসাইট (Official RRB Website)-এ নজর রাখুন।