
রেলে চাকরির সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল নিয়োগের (CEN 7/2025) আবেদন প্রক্রিয়া শুরু করেছে। ২৮ অক্টোবর থেকে ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে অনলাইনে, সরকারি ওয়েবসাইট rrbapply.gov.in-এ। আবেদনের শেষ তারিখ ২৭ নভেম্বর, ২০২৫।
কারা আবেদন করতে পারবেন?
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ইন্টারমিডিয়েট (১০+২) পাস করা থাকতে হবে। কিছু নির্দিষ্ট পদে হিন্দি বা ইংরেজি টাইপিংয়ের জানা বাধ্যতামূলক। আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সসীমায় সরকার নির্ধারিত ছাড় থাকবে।
আবেদন প্রক্রিয়া
এই নিয়োগের জন্য শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ করা হবে। প্রার্থীদের প্রথমে rrbapply.gov.in ওয়েবসাইটে গিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর লগইন করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করতে হবে এবং নির্ধারিত ফি জমা দিতে হবে।
আবেদন ফি
সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের ফি ৫০০ টাকা।
এসসি, এসটি, পিএইচ এবং মহিলা প্রার্থীদের ফি ২৫০ টাকা।
প্রথম ধাপের সিবিটি-১ পরীক্ষার পরে, সাধারণ শ্রেণির প্রার্থীদের ৪০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের পুরো ফি ফেরত দেওয়া হবে।
নিয়োগের বিস্তারিত
এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে মোট ৩,০৫০টি পদে চাকরি দেওয়া হবে। রেলওয়ে সূত্রে জানা গেছে, এবারের নিয়োগে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগের বছরের তুলনায় এবার বয়সসীমা ৩৩ থেকে কমিয়ে ৩০ বছর করা হয়েছে। তাছাড়া, গত বছরের ৩৪৪৫টি পদের বদলে এবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ৩০৫৮টি পদের জন্য।
প্রার্থীরা ২৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন। তাহলে আর দেরি কীসের? দ্রুত আবেদন করুন।আর হ্যাঁ, আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন এবং প্রয়োজনীয় নথিও রেডি করে ফেলুন।