সোশ্যাল মিডিয়ায় গেমস খেলেন তো? এই গেমসগুলিতে কখনও কখনও কোনও প্রশ্নের উত্তর দিতে হয়। কখনও আবার কোনও ছবি (Optical Illusions Pictures) থেকে ভুল খুঁজে বের করতে হয়। আবার কখনও ২টি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হয় ইউজারকে। এই প্রতিবেদনে এমন ২টি ছবি রয়েছে যেগুলি দেখতে প্রায় একইরকম (Optical Illusions Pictures Quiz)। তবে সেগুলির মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য, যেগুলি আপনাকে খুঁজে বের করতে হবে।
ছবিতে কী আছে?
ছবিতে একটি কাক দেখা যাচ্ছে। আর রয়েছে আবর্জনা ভরা কিছু বস্তা। সেই ব্যাগগুলি থেকে বাইরে আবর্জনা বেরিয়ে আসছে। এছাড়াও ছবিটিতে কাকের পিছন দিকে রয়েছে, অনেক বাড়ি ও গাছ। দুটি ছবি প্রায় একই ধরনের দেখতে। কিন্তু সেখানেই লুকিয়ে রয়েছে ৫টি পার্থক্য।
আপনি কি ৫টি পার্থক্য খুঁজে পেয়েছেন? যদি ইতিমধ্যেই খুঁজে পেয়ে গিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনার দৃষ্টিশক্তি খুবই প্রখর। আর যদি খুঁজে না পেয়ে থাকেন তাহলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই। কারণ ওই ৫টি পার্থক্য খুঁজতে আমরা আপনাকে সাহায্য করব।
এই হল ৫টি পার্থক্য
আগেই বলা হয়েছে, যে ছবি ২টি দেখতে প্রায় একই ধরনের। তবে তারমধ্যেই লুকিয়ে রয়েছে পার্থক্যগুলি। ছবির প্রথম পার্থক্য দেখুন কাকটির চোখের মণিতে। দ্বিতীয় পার্থক্যটি হল কাকটির ডান পাখায়। তৃতীয় পার্থক্যটি হবে পাখাটির বাম পাখার পিছন দিকের অংশে। চতুর্থ পার্থক্যটি দেখা যাচ্ছে নিচের আবর্জনার বামদিকের বস্তাটিতে। আর পঞ্চম তথা সর্বশেষ পার্থক্যটি দেখা যাচ্ছে আবর্জনার সামনের ভাঙা ডিমের খোলায়। এই হল ছবি ২টির ৫টি পার্থক্য। এই ধরনের আরও প্রতিবেদনের জন্য লগ ইন করুন Bangla.Aajtak.In-এ।
আরও পড়ুন - দু'টি ছবিতে ছেলেটির জুতোয় রয়েছে তফাৎ, বাকি ৪টি খুঁজে পাচ্ছেন?