Advertisement

SSC On Supreme Court: '৩ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়', স্পষ্ট জানাল SSC

'সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগপ্রক্রিয়া শুরু করার জন্য আমরা রাজ্য সরকারের চিঠি পেয়েছি। সেটা আমরা দ্রুততার সঙ্গে করব। তবে তার আগে আইনি পরামর্শ নিতে হবে। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি'। জানালেন এসএসি চেয়ারম্যান।

সুপ্রিম রায় নিয়ে এসএসসি চেয়ারম্যানসুপ্রিম রায় নিয়ে এসএসসি চেয়ারম্যান
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 04 Apr 2025,
  • अपडेटेड 2:54 PM IST
  • 'আমরা দ্রুততার সঙ্গে নিয়োগ করব'।
  • 'তার আগে আইনি পরামর্শ নিতে হবে'।
  • জানালেন এসএসসি চেয়ারম্যান।

তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। শুক্রবার এ কথা স্পষ্ট জানিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার।। তাঁর ব্যাখ্যা,'৩ মাসে নিয়োগ সম্ভব নয়। তিন মাসের কথাটা রায়ে উল্লেখ নেই। আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে'।

বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসি নিয়োগ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। চাকরি গিয়েছে ২৬ হাজার জনের। বিকেলে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শীর্ষ আদালতের রায় মেনে ৩ মাসেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে। তবে তা সম্ভব নয় বলে জানিয়ে দিল এসএসসি। শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক এসএসসি চেয়ারম্য়ান সিদ্ধার্থ মজুমদার বলেন,'তিন মাসের মধ্যে নিয়োগ সম্ভব নয়। বিজ্ঞপ্তি এবং কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। নিয়োগ প্রক্রিয়া তিন মাসে শেষ করা সম্ভব নয়। পরীক্ষা, ফলপ্রকাশ, ইন্টারভিউ নিতে হয়। প্যানেল এবং কাউন্সেলিং করতে হয়। প্যানেলের মেয়াদও থাকে এক বছর'। 

তবে দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানান এসএসসি চেয়ারম্যান। তাঁর কথায়,'সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়োগপ্রক্রিয়া শুরু করার জন্য আমরা রাজ্য সরকারের চিঠি পেয়েছি। সেটা আমরা দ্রুততার সঙ্গে করব। তবে তার আগে আইনি পরামর্শ নিতে হবে। আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়ে রাখছি'। 

তিনি আরও বলেন,'কালকের রায় পেয়েছি। দেখেওছি। কিন্তু কীভাবে কী করতে চলেছি, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারিনি'। কারা আবেদন করতে পারবেন, সেনিয়েও সংশয়ী এসএসসি চেয়ারম্যান। তাঁর কথায়,'কারা আবেদন করতে পারবেন? পুরনো যাঁরা আছেন, তাঁদের মধ্যে কি সীমাবদ্ধ থাকবে? আইনের চোখে দাগি নন, তাঁদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় কিছু ছাড় দেওয়া হবে। বয়সের ক্ষেত্রে ছাড় মিলবে। আদালতের নির্দেশ নিয়ে কিছু সংশয় রয়েছে। আইনি পরামর্শ নিতে হবে'।

Read more!
Advertisement
Advertisement