Advertisement

ভোটের মুখে SSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা ঘোষণা, জেনে নিন টাইমটেবিল

ভোটমুখী রাজ্যে দিনক্ষণ ঘোষণা হল SSC গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার। মার্চ মাসে হতে চলেছে এই পরীক্ষা। কবে-কখন পরীক্ষার দিন ঘোষণা হয়েছে, জেনে নিন।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 10:15 PM IST
  • ভোটের মুখেই রাজ্যে SSC পরীক্ষা
  • গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল
  • কবে-কখন পরীক্ষা, রইল টাইমটেবিল

গ্রুপ সি, গ্রুপ ডি-র পরীক্ষার তারিখ ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ১ ও ৮ মার্চ হবে SSC-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র কর্মী নিয়োগের পরীক্ষা। নবম-দশম, একাদশ-দ্বাদশের পরীক্ষা শেষ হতেই এই পরীক্ষা নেওয়া হবে। 

বৃহস্পতিবার এই মর্মে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে। নোটিফিকেশন জারি করে SSC জানিয়েছে, ১ মার্চ দুপুর ১২টা থেকে হবে গ্রুপ সি-র পরীক্ষা। ১ ঘণ্টা ৫০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা পর্ব। অন্যদিকে, ৮ মার্চ নেওয়া হবে গ্রুপ ডি-র নিয়োগের পরীক্ষা। চলবে ১ ঘণ্টা ২০ মিনিট। কমিশন সূত্রে জানা গিয়েছে, গ্রুপ সি-র লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের, আর গ্রুপ ডি-র পরীক্ষা হবে ৪০ নম্বরের।

মোট ৮ হাজার ৪৭৭ শূন্যপদে হবে নিয়োগের পরীক্ষা। এরমধ্যে গ্রুপ সি-এর শূন্যপদের সংখ্যা ২ হাজার ৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ রয়েছে ৫ হাজার ৪৮৮। সূত্রের খবর, এই শূন্যপদের জন্য প্রায় ১৮ লক্ষ আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। 

নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই নির্দেশের জেরে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। নবম-দশম, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক পদে পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে ২১ জানুয়ারি। যদিও এখনও কাউন্সেলিংয়ের তারিখ প্রকাশ করা হয়নি। যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের  নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হলেও, গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে সেই পথ খোলা হয়নি। সেই সিদ্ধান্ত ঘিরেই রাজ্য রাজনীতিতে এবং রাস্তায় দীর্ঘদিন ধরে চলেছে ক্ষোভ ও আন্দোলন।

সুপ্রিম কোর্ট স্পষ্টতই জানিয়ে দেয় কোনওভাবেই চিহ্নিত দাগীরা পরীক্ষায় বসতে পারবেন না। ফলে তাঁরা আবেদন করলে তাঁদের আবেদনপত্র বাতিল হবে বলে জানিয়ে দেয় স্কুল সার্ভিস কমিশন। ডিসেম্বরেই দাগীদের তালিকা বের করে দেয় SSC। তালিকায় মোট ৩৫১২ জনের নাম ছিল। আদালতের নির্দেশে গোটা প্যানেল বাতিল হওয়ার পর রাজ্য সরকার ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও, সেই উদ্যোগেও সবুজ সংকেত মেলেনি। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করে দেয় আদালত। এই পরিস্থিতিতেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয় SSC। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement