Advertisement

WB TET 2022: TET-র অ্যাডমিট কার্ড প্রকাশ পর্ষদের, কীভাবে ডাউনলোড? জানুন এখানে

২০২২ সালের প্রাথমিকের টেট পরীক্ষার (WB TET 2022) অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। বুধবার ৩০ নভেম্বর রাতে এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর রবিবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ET-র অ্যাডমিট কার্ড প্রকাশ পর্ষদেরET-র অ্যাডমিট কার্ড প্রকাশ পর্ষদের
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2022,
  • अपडेटेड 1:19 PM IST
  • ১১ ডিসেম্বর রবিবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে
  • পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত

২০২২ সালের প্রাথমিকের টেট পরীক্ষার (WB TET 2022) অ্যাডমিট কার্ড (Admit Card) প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education)। বুধবার ৩০ নভেম্বর রাতে এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। আগামী ১১ ডিসেম্বর রবিবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা www.wbbpe.org অথবা http://wbbprimaryeducation.org এই দু’টি ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ১১ হাজারেরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে আড়াইটে পর্যন্ত। এবার টেট পরীক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। টেট পরীক্ষার জন্য আবেদনের প্রক্রিয়া ১৪ নভেম্বর থেকে শুরু করা হয়েছিল। ৩ নভেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি দেখার জন্য এখানে ক্লিক করুন

আরও পড়ুন

কীভাব অ্যাডমিট ডাউনলোড করবেন (How to Download WB TET 2022 Admit Card):

  • প্রথমে  www.wbbpe.org অথবা http://wbbprimaryeducation.org ওয়েবসাইটে যান
  • এবার ’Online Application for Teacher Eligibility Test-2022 (TET-2022) for Classes I-V' লিঙ্কে ক্লিক করুন
  • এবার রেজিস্ট্রেশন নম্বর ও ডেট অফ বার্থ দিন
  • এবার পেজে অ্যাডমিট কার্ড দেখাবে
  • সেটা ডাউনলোড করুন ও ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে কাছে রেখে দিন।

অ্যাডমিট ডাউনলোড করতে সরাসরি এখানে ক্লিক করুন

 

Read more!
Advertisement
Advertisement