প্রাইমারি টেট (West Bengal Primary Tet) পরীক্ষা নিয়ে ফের নির্দশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৪ অক্টোবর থেকে টেট-এর আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। তারপর কেটে গেছে আরও ১৪ দিন। পর্ষদ সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে। তবে এর মধ্যেই ফের নতুন নির্দেশিকা জারি করা হল পর্ষদের তরফে।
প্রসঙ্গত এই প্রথম নয়, ১৪ অক্টোবর ফর্ম ফিলাপ শুরু হওয়ার পর থেকে একাধিকবার নির্দেশিকা দিয়ে পরীক্ষায় বসার যোগ্যতায় সংযোজন করা হয়েছে। নতুন নির্দেশিকাটি জারি করা হয়েছে গতকাল অর্থাৎ শুক্রবার।
আরও পড়ুন : TET Exam Latest Update : টেট পরীক্ষা কটার সময়, কত নম্বরের, সিলেবাস কী? জানাল পর্ষদ
কী বলা হয়েছে সেই নির্দেশিকায়? সেখানে উল্লেখ, শারীর শিক্ষায় ( Physical Education) ডিগ্রি থাকলেও এই পরীক্ষায় বসা যাবে। পর্ষদের একটি সূত্রের দাবি. এ বার শারীরশিক্ষার প্রার্থীরা যাঁরা বিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত তাঁরা নতুন নিয়োগ পদ্ধতিতে অংশগ্রহণ করতে পারবেন এবং টেটেও বসতে পারবেন।'
আরও পড়ুন : নোটে গান্ধীজির ছবি কেন, তার বদলে নেতাজি বা অন্য ছবি দেওয়া সম্ভব?
এদিকে শারীরশিক্ষার প্রার্থীদের জন্য টেট-এ বসার সুযোগ করে দেওয়ায় প্রতিযোগিতা বাড়বে বলেই মনে করছেন পরীক্ষার্থীরা।
এর আগেও একাধিকবার যোগ্যতায় বদল আনা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, 'অনার্স গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে বিএড প্রশিক্ষণের যোগ্যতা থাকা স্নাতকদের সামগ্রিকভাবে ৫০% নম্বর (অনার্স পেপার + পাশের পেপারে প্রাপ্ত নম্বর) প্রার্থীরা অনলাইন পোর্টালের মাধ্যমে TET-২০২২-এর জন্য আবেদন করতে পারবেন।'
আবার ১৩.১০.২০২২তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে বলা হয় SC, ST, OBC (A & B), EC, Ex-Servicemen, PH এবং DH শ্রেণীর আবেদনকারী প্রার্থীদের উচ্চমাধ্যমিকে ৫% ছাড়সহ গ্র্যাজুয়েশনেও ৪৫% নম্বর অর্থাৎ গ্র্যাজুয়েশনেও ৫% নম্বরের ছাড় দেওয়া হবে। তার আগে ১২ তারিখ বিজ্ঞপ্তিতে জানানো হয়, NCTE স্বীকৃত D.El.Ed অথবা B.El.Ed কোর্সে কোনো পরীক্ষার্থী যদি নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে তিনিও এই প্রাথমিক টেট পরীক্ষায় বসতে পারবেন।