টেট (TET) উর্ত্তীর্ণদের নিয়ে বড় বার্তা দিলেন প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) সভাপতি গৌতম পাল (Goutam Paul) । গতকাল বিকেলে সাংবাদিক বৈঠক করেন পর্ষদ সভাপতি। তিনি জানান, এবছরই চাকরি দেওয়া হবে বলে আশা তিনি আশাবাদী । ২০১৪ ও ২০১৭ সালে যাঁরা টেট পাশ করেছেন এই বছর তাঁদের নিয়োগের ব্যাপারে তিনি আশাবাদী।
পর্ষদ সভাপতির বক্তব্য
গৌতম পাল বলেন, '২০১৪ ও ২০১৭ সালে যাঁরা পাশ করেছেন, তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করছেন। সংবাদমাধ্যমের দ্বারা আমি তাঁদের বার্তা দেব। চেষ্টা করব এবছরই যেন ওই দুই বছরের টেট (TET) উর্ত্তীর্ণদের চাকরি হয়ে যায়। আমি অন্তত যতদিন আছি অস্বচ্ছ কাজ করব না। ২০১৬ সালের যে নিয়ম আছে, সেই নিয়ম আইন অনুযায়ী কাজ করব। যাঁরা আন্দোলন করছেন তাঁদের আমি সমর্থন করি। তবে আমি তাঁদের অনুরোধ করব তাঁরাও যাতে পরীক্ষায় বসেন।'
গৌতম পালও গতকালের সাংবাদিক বৈঠক থেকে আরও জানান, সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, ২০১৪ সালে যে TET হয়েছিল তার নিয়োগ হয়েছিল ২০১৬ সালে। প্রায় ২০ লাখ পরীক্ষার্থী ছিলেন। এঁদের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৯৫২ জন। তাঁদের মধ্যে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন ১ লাখ ১৮ হাজারের বেশি। তালিকাভুক্ত হয়েছিল ৪২ হাজারের কিছু বেশি।
তিনি আরও জানান, ২০২০-২১ সালে ১৬ হাজার ৫০০ ভ্যাকান্সি তৈরি হয়। নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেন ২৯ হাজারের বেশি জন। এঁরা রেজিস্ট্রেশন করেছিলেন। তালিকাভূক্ত হয়েছিলেন প্রায় ১৩,৬৮৫ জন। চাকরি পেয়েছিলেন ১৩ হাজার ৫৬৪ জন। পর্ষদ সভাপতি আরও জানান, ২০১৪ সালে TET পাশ করেও যাঁরা আন্দোলন করেছেন, যাঁরা ওই ১৩,৬৮৫ জনের মধ্যে ছিলেন না, তার সংখ্যা হল ১৬ হাজার ১০১ জন।
আরও পড়ুন : এবারের TET-এ ২০১৪ ও ১৭-র উত্তীর্ণরা বসতে পারবেন? এল বড় UPDATE
প্রসঙ্গত, ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে প্রথম থেকে পঞ্চম (West Bengal Primary Teachers Recruitment) শ্রেণিতে শিক্ষক নিয়োগের TET পরীক্ষার আবেদন প্রক্রিয়া। ফর্ম পূরণ করতে হবে অনলাইনে। আর ১১ ডিসেম্বর নেওয়া হবে পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সংসদের অ্যাড হক কমিটির সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ১১,০০০ শূন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হবে।