Advertisement

Tet Update Criteria : টেট নিয়ে বড় খবর, পরীক্ষায় বসার ক্ষেত্রে আরও ৫ শতাংশ নম্বর কমাল পর্ষদ; কাদের জন্য প্রযোজ্য ?

Primary Tet News : টেট (Tet Exam west Bengal 2022) নিয়ে নতুন আপডেট। TET পরীক্ষায় বসার যোগ্যতা আরও শিথিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় নম্বরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

টেট ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2022,
  • अपडेटेड 12:30 PM IST
  • টেট (Tet Exam west Bengal 2022) নিয়ে নতুন আপডেট
  • TET পরীক্ষায় বসার যোগ্যতা আরও শিথিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ

টেট (Tet Exam west Bengal 2022) নিয়ে নতুন আপডেট। TET পরীক্ষায় বসার যোগ্যতা আরও শিথিল করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় নম্বরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। 

নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষায় (Tet Exam) বসার জন্য ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় পাবেন তাঁরা, যাঁরা সিনিয়ার সেকেন্ডারি ও সমতুল পরীক্ষায় পাশ করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন। ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। 

আরও পড়ুন : 'TET পাশ করলেই স্কুলে চাকরি নয়', ঘোষণা পর্ষদ সভাপতির

কারা নম্বরের এই ছাড় পাবেন ? 

পর্ষদ নির্দেশিকায় জানিয়েছে,  অনগ্রসর জাতি (TET SC Relaxation),  উপজাতি (TET ST Relaxation) , OBC (A), OBC (B), প্রতিবন্ধী ( TET Physically Challenged) ইত্যাদিদের ক্ষেত্রে নম্বরের এই ছাড় প্রযোজ্য। এঁদের স্নাতক বা সমতুল পরীক্ষা ও সিনিয়ার সেকেন্ডারিতে ৪৫ শতাংশ নম্বর থাকলেই হবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এর আগে যে নিয়ম বলা ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে।  

আরও পড়ুন : TET-এ বসার যোগ্যতায় বদল আনা হল, নতুন নির্দেশিকা কী ?

প্রসঙ্গত, ১২ তারিখেও একটি নির্দেশিকা জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানেও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় কিছু রদবদল করা হয়। প্রসঙ্গত, এর আগে ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে টেট-এ যাঁরা বসতে চান, তাঁদের কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা জানিয়েছিল পর্ষদ। কিন্তু, নয়া বিজ্ঞপ্তিতে এই নিয়ম শিথিল করা হয়।

নির্দেশিকা

 

১২ তারিখের নির্দেশিকায় জানানো হয়, যাঁরা ডিপ্লোমা অফ এলিমেন্টারি এডুকেশন কিংবা B.El.Ed বা B.Ed-এ ভরতি হয়েছেন, তাঁরাও পরীক্ষায় বসার জন্য সমানভাবে যোগ্য। আবার এলিমেন্টারি এডুকেশনে চার বছরের ব্যাচিলার্স ডিগ্রি-পর্যায়ের পড়ুয়ারাও প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। 

Advertisement

আরও পড়ুন : TET-এর ফর্ম কোথায় মিলবে, কত দাম, কারা পরীক্ষায় বসতে পারবেন না, কী যোগ্যতা প্রয়োজন ? জানু

 তবে এর আগে ২৯ সেপ্টেম্বর যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে পর্ষদ জানিয়েছিল, কেবম মাত্র ডিপ্লোমা বা ডিগ্রিধারীরাই আবেদনের যোগ্য। এছাড়া যাঁরা পরীক্ষা পরীক্ষা দিয়েছেন তাঁরা শিক্ষক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ Tet পরীক্ষায় বসতে পারবেন। তবে নয়া নির্দেশিকায় সেই নিয়ম শিথিল করা হয়।


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement