Advertisement

TET Website Application Timing : টেট-এর আবেদন কখন থেকে, কোন ওয়েবসাইটে? জানিয়ে দিল পর্ষদ

Tet Application Details News latest Update Today : Tet পরীক্ষার আবেদন (Tet Application Time) করা যাবে আজ থেকেই। আজ বিকেল ৪ টে থেকে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা (Tet application Website Name)। জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে পর্ষদের তরফে। সেখানেই দেওয়া রয়েছে বিস্তারিত।

টেট ফাইল ছবি টেট ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Oct 2022,
  • अपडेटेड 1:37 PM IST
  • Tet পরীক্ষার আবেদন (Tet Application Time) করা যাবে আজ থেকেই
  • কোন ওয়েবসাইটে ? দেখে নিন

টেট পরীক্ষার আবেদন (Tet Application Time) করা যাবে আজ থেকেই। আজ বিকেল ৪ টে থেকে আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা (Tet application Website Name)। জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে পর্ষদের তরফে। সেখানেই দেওয়া রয়েছে বিস্তারিত। 

পর্ষদ জানিয়েছে, আজ অর্থাৎ ১৪ তারিখ বিকেল ৪ টে থেকে আবেদন করা যাবে। www.primary education.org এই লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে আগ্রহীদের।  ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। প্রসঙ্গত আগেই পর্ষদ জানিয়েছিল, ১৪ তারিখ থেকে আবেদন করা যাবে। সেই মতো এদিন নির্দেশিকাও জারি করে দিল। 

আরও পড়ুন

গতকাল নির্দেশিকা জারি করে টেট-এ বসার নিয়ম শিথিল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। TET (Tet Exam west Bengal 2022)  পরীক্ষায় বসার যোগ্যতা আরও শিথিল করার ঘোষণা করা হয়। এই মর্মে নয়া নির্দেশিকা জারি করা হয়। সেই নির্দেশিকায় নম্বরের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়। 

বিজ্ঞপ্তি

নির্দেশিকায় জানানো হয়, পরীক্ষায় (How To Apply Tet ) বসার জন্য ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। এই ছাড় পাবেন তাঁরা, যাঁরা উচ্চমাধ্যমিক ও সমতুল পরীক্ষায় পাশ করেছেন বা গ্র্যাজুয়েশন করেছেন। ৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। 

কারা নম্বরের এই ছাড় পাবেন ? 

পর্ষদ নির্দেশিকায় জানিয়েছে,  অনগ্রসর জাতি (TET SC Relaxation),  উপজাতি (TET ST Relaxation) , OBC (A), OBC (B), প্রতিবন্ধী ( TET Physically Challenged) ইত্যাদিদের ক্ষেত্রে নম্বরের এই ছাড় প্রযোজ্য। এঁদের স্নাতক বা সমতুল পরীক্ষা ও উচ্চমাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর থাকলেই হবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এর আগে যে নিয়ম বলা ছিল সেগুলো অপরিবর্তিত থাকবে।  

Advertisement

প্রসঙ্গত, ১২ তারিখেও একটি নির্দেশিকা জারি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানেও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় কিছু রদবদল করা হয়। প্রসঙ্গত, এর আগে ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে টেট-এ যাঁরা বসতে চান, তাঁদের কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তা জানিয়েছিল পর্ষদ। কিন্তু, নয়া বিজ্ঞপ্তিতে এই নিয়ম শিথিল করা হয়। 

Read more!
Advertisement
Advertisement