এবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)-এর বিরুদ্ধে সরব হলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। UGC-র সিধান্ত নিয়ে টুইটে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। বুধবার এক টুইটে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, ইউজিসি (UGC) কেন্দ্রীয়, রাজ্য, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে ৫টি জোনাল কমিটি তৈরি করেছে। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে রোডম্যাপ তৈরি করতেই ওই উদ্যোগ। উত্তর-পূর্ব এবং পূর্বাঞ্চলের জোনাল কমিটি ৭ জন সদস্য রয়েছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বাংলার ৪০টি বিশ্ববিদ্যালয়ের কেউই ওই কমিটিতে নেই। তাও এমন এক সময়ে, যখন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিজের সভাপতি বাংলারই অন্যতম প্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
কেন্দ্রের এই উদ্যোগকে সন্দেহজনক বলে মনে করছেন শিক্ষামন্ত্রী। জানা গেছে, কেন্দ্রীয়, রাজ্য এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিকে সুবিধা দেওয়ার জন্য রোড ম্যাপ কার্যকর ড ম্যাপ তৈরি করতে ইউজিসি উপাচার্যদের নিয়ে ৫টি জোনাল কমিটি গঠন করেছে। কিন্তু তাতে বাংলার কোনও প্রতিনিধি নেই। কেন্দ্রের নতুন শিক্ষা নীতি বলব্ৎ করার উদ্দেশেই ওই উদ্যোগ বলেও জল্পনা শুরু করেছেন অনেকে।
আরও পড়ুন-দুর্নীতি অভিযোগ প্রমাণিত, তৃণমূলের নির্দেশে পদত্যাগ পঞ্চায়েত প্রধানের
উল্লেখ্য, কিছুদিন আগেই ভুয়ো বিশ্ববিদ্যালয় নিয়ে তৎপর হয়েছিল কেন্দ্র। সামনে এসেছিল বারাণসীর বারাণাসেয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয়, এলাহাবাদের মহিলা গ্রাম বিদ্যাপীঠ, এলাহাবাদের গান্ধী হিন্দু বিদ্যাপীঠ, কানপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইলেকট্রো কমপ্লেক্স হোমিওপ্যাথি, আলিগড়ের নেতাজি সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটি, মথুরার উত্তরপ্রদেশ বিশ্ববিদ্যালয়, প্রতাপগড়ের মহারাণা প্রতাপ শিক্ষা নিকেতন বিশ্ববিদ্যালয় এবং নয়ডার ইন্দ্রপ্রস্থ শিক্ষা পরিষদ। দিল্লির দায়রাগঞ্জের কমার্শিয়াল ইউনিভার্সিটি লিমিটেড, ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি, ভোকেশনাল ইউনিভার্সিটি, এডিআর সেন্ট্রিক জুডিশিয়াল ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বিশ্বকর্মা ওপেন ইউনিভার্সিটি ফর সেলফ এমপ্লয়মেন্ট এবং আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়।
পশ্চিমবঙ্গের চৌরঙ্গীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন, ঠাকুরপুকুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ, ওড়িশার নর্থ ওড়িশা ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল অ্যান্ড টেকনোলজি এবং রউরকেল্লার নবভারত শিক্ষা পরিষদ। এছাড়াও কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, পুদুচেরি এবং মহারাষ্ট্রে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়ের হদিশ মেলে।