যুদ্ধের কারণে ইউক্রেন থেকে ফিরে আসা ডাক্তারি পড়ুয়াদের (Ukraine Returned Medical Students) জন্য সুখবর। তাঁদের ডাক্তারি পড়া শেষ করার সুযোগ দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টকে আজ কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ইউক্রেন থেকে ভারতে ফিরে আসা কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে এমবিবিএস ফাইনাল পরীক্ষা (MBBS Final Exam) - পার্ট ১ এবং পার্ট ২ পরীক্ষা (থিওরি এবং প্র্যাকটিক্যাল) কোনও মেডিকেল কলেজে ভর্তি না হয়েই পাশ করার একটা সুযোগ দেওয়া হবে। প্রায় ১৮ হাজার ডাক্তারি পড়ুয়া যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতে ফিরে এসেছিলেন। অনেকেই ভারতেই পড়াশোনা কমপ্লিট করার উপায় খুঁজছিলেন প্রায় ১ বছরের বেশি সময় ধরে।
কেন্দ্র জানিয়েছে, এই দুটি পরীক্ষা ক্লিয়ার করার পরে ডাক্তারি পড়ুয়াদের দুই বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে। প্রথম বছর কোনও স্টাইপেন্ড দেওয়া হবে না। তবে, দ্বিতীয় বছর স্টাইপেন্ড দেওয়া হবে।
আরও পড়ুন: Medicine Prices: এপ্রিল থেকে ১২ শতাংশ বাড়ছে পেইন কিলার, হার্টের মতো গুরুত্বপূর্ণ ওষুধের দাম, তালিকা
পড়ুয়াদের উদ্বেগ দূর করার জন্যই কেন্দ্র দ্বারা গঠিত একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে একবারই এই সুযোগ পাওয়া যাবে। ভবিষ্যতে একই ধরনের সিদ্ধান্তের ভিত্তি হয়ে উঠবে না। ভবিষ্যতে আর সুযোগ মিলবে না। স্কিমটি শুধুমাত্র বর্তমান বিষয়গুলির জন্যই প্রযোজ্য হবে। কোনও মেডিকেল কলেজে ভর্তি না হয়েই এমবিবিএস (MBBS) পরীক্ষা পাশ করার জন্য এই সুযোগ ১৮ হাজার ডাক্তারি পড়ুয়ার জন্য আশার আলো বলে মনে করা হচ্ছে।